
ছবিঃ সংগৃহীত
লালমনিরহাটের কালীঞ্জে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় নিলিমা রানী (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) বিকেলে ৪ টার দিকে উপজেলার মদাতি ইউনিয়নের খালিসা মদাতী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের সবজি বিক্রেতা কামিনী রায়ের স্ত্রী।
স্থানীয়রা জানায়, উপজেলার চামটা কালীগঞ্জ বাইপাস সড়কে নিজ বাড়ির সামনে বোরো ধানের খড় শুকাচ্ছিলেন গৃহবধু নিলিমা রানী। এ সময় চামটা বাজার থেকে মোটর সাইকেলে একজন সঙ্গী নিয়ে কালীগঞ্জ থানায় ফিরছেলেন কনস্টেবল আশিক। ঘটনাস্থলে পৌছলে গৃহবধূ নিলিমা রানীর শরীরে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন নিলিমা। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক। উপস্থিত জনতা ও নিহতের পরিবারের সাথে তাৎক্ষনিক আপোষ মিমাংসা করে লাশ দাহ করার অনুমতি দেয়া হয়।
প্রত্যক্ষদর্শী শ্বরসস্তী রানী বলেন, নিলিমা রানী তার নিজের সাইডে দাড়িয়ে ছিলেন। পুলিশের মোটর সাইকেলটি বেপরোয়া গতিতে এসে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তার বুকের উপর দিয়ে যায়। আমরা উদ্ধার করে বাড়িতে নিলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) অফিস থেকে কাজ শেষে ফেরাত পথে কনস্টেবল আশিকের গাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফন করার অনুমতি দেয়া হয়েছে।
আলীম