ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যে আলোচনা করবে বিএনপি, জানালেন আমীর খসরু

প্রকাশিত: ১৫:১৬, ২৪ মে ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যে আলোচনা করবে বিএনপি, জানালেন আমীর খসরু

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কীভাবে আমরা দ্রুত একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারি—এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির আলোচনার বিষয়ে জানতে চাইলে আমীর খসরু বলেন, "বাংলাদেশ কীভাবে সামনে এগোবে, কীভাবে একটি গণতান্ত্রিক অর্ডারে ফিরে আসবে—এটাই এখন মুখ্য বিষয়।"

তিনি আরও বলেন, "গণতন্ত্রে ফিরতে হলে একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজন। জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক একটি নির্বাচিত সরকার ও সংসদ গঠনই হতে হবে লক্ষ্য। গত ১৬ বছরে দেশের মানুষ যে ত্যাগ স্বীকার করেছে, এখন তারা একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে।"

প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, "ওটা আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হচ্ছে—আমরা কত দ্রুত গণতন্ত্রে ফিরে যেতে পারি এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি।"

 

সূত্র: https://www.youtube.com/watch?v=u1HyyuydJp8

এএইচএ

×