
ছবি: সংগৃহীত।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে দেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে আজ শনিবার সন্ধ্যায় বৈঠকে বসছেন তিনি।
প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় অনুষ্ঠিতব্য এই বৈঠকে সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি এবং সাড়ে ৮টায় জামায়াতের প্রতিনিধি দল অংশ নেবে। উভয় দলকেই পৃথকভাবে আমন্ত্রণ জানিয়েছেন ড. ইউনূস।
সূত্রে জানা গেছে, বিএনপির বৈঠকে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন নেতৃত্ব দেবেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে থাকবেন দলটির আমির ডা. শফিকুর রহমান এবং নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা চলমান রাজনৈতিক সংকট ও উত্তরণের পথ নিয়ে আলোচনা করবেন। দলের নায়েবে আমির ডা. তাহের বলেন, “চলমান বিষয় নিয়ে আলাপচারিতার জন্য তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন।
সূত্র জানায়, জামায়াত মনে করে প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান না। তার চায় ড. ইউনূসের নেতৃত্বেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক।
সূত্র মতে, আজকের আলোচনায় আগামী নির্বাচন, বিচার ব্যবস্থার স্বাধীনতা, রাজনৈতিক সংস্কার এবং গণ-অভ্যুত্থানের পক্ষে থাকা দলগুলোর মধ্যে ঐক্য পুনরুদ্ধারের বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পাবে।
নুসরাত