ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করুন: আবুল খায়ের ভুঁইয়া

নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর

প্রকাশিত: ২০:২৬, ২৪ মে ২০২৫; আপডেট: ২০:২৮, ২৪ মে ২০২৫

দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করুন: আবুল খায়ের ভুঁইয়া

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, শহীদদের রক্তের বিনিময়েই শেখ হাসিনার পতন ঘটেছে। এটি কোনো একক ব্যক্তি বা দলের কৃতিত্ব নয়—বরং দীর্ঘ আন্দোলনের সফল পরিণতি মাত্র।

শনিবার (২৪ মে) বিকেলে সদর উপজেলার রসুলগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চররুহিতা ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক বিএনপি নেতা নির্বাচনের ভোটগ্রহণ পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, মাত্র এক-দেড় মাসের আন্দোলনে বিএনপির ৫০০ জনেরও বেশি নেতাকর্মী শহীদ হয়েছেন, শত শত গুলিবিদ্ধ হয়েছেন এবং বহু কর্মী আজ পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবন যাপন করছেন। বিএনপি ঘরে বসে থাকেনি। ঘরে বসে থাকলে দেড় শত বছরেও হাসিনার পতন ঘটানো যেত না। আমরা অতীতে আন্দোলনে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো—শেখ হাসিনাকে চূড়ান্তভাবে বিতাড়িত না করা পর্যন্ত এ সংগ্রাম চলবে।

আবুল খায়ের ভূঁইয়া অভিযোগ করেন, দেশে নতুন করে একটি ত্রিমুখী চক্রান্ত শুরু হয়েছে। দেশকে অস্থির করতে অভ্যন্তরীণ গোলযোগ ও আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিএনপি সমর্থন দিয়েছে এই শর্তে যে, তারা দ্রুত একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করবে। একটি অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না। স্বাধীন রাষ্ট্রের মৌলিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবলমাত্র জনগণের নির্বাচিত প্রতিনিধিদেরই আছে। তিনি অন্তর্বতী সরকারকে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার আহবান জানান।

তিনি আরও বলেন, আমরা এ সরকারকে সমর্থন দিয়েছি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে। এখন সময় এসেছে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করে সংবিধানসম্মতভাবে ক্ষমতা হস্তান্তরের।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট হারুনুর রশিদ বেপারী, সদর (পশ্চিম) বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান, যুগ্ম আহ্বায়ক রাব্বি এলাহি জহির, জামাল হোসেন ও বিএনপি নেতা নুরুল আলম ভুলু প্রমুখ।

আসিফ

×