ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

এন সি পির আয়োজনে জনতার সংলাপ অনুষ্ঠিত

আবিদুর রহমান নিপু, ফরিদপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৭, ২৪ মে ২০২৫

এন সি পির আয়োজনে জনতার সংলাপ অনুষ্ঠিত

এন সি পি (জাতীয় নাগরিক পার্টির) উদ্যোগে জনতার সংলাপ অনুষ্ঠিত  হয়েছে। 

আজ শনিবার বেলা তিনটার দিকে ফরিদপুর প্রেসক্লাবের ‌ মরহুম লিয়াকত হোসেন মিলনায়তনে  এনসিপির ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক, জাতীয় নাগরিক কমিটি ফরিদপুরের সদস্য নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দদের সাথে  এ উপলক্ষে  "জনতার সংলাপ" অনুষ্ঠিত হয়।

এনসিপি  ফরিদপুর জেলা তত্ত্বাবধায়কের পক্ষে সৈয়দা নীলিমা দোলা ও মোঃ তৌহিদ আহমেদ আশিকের নেতৃত্বে এ সময় ‌বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ দের  এ অনুষ্ঠানে ‌ বক্তব্য রাখেন  ফরিদপুর অঞ্চল তত্ত্বাবধায়ক মোঃ আব্দুর রহমান, সংগঠক 
মো: রাকিব হোসেন ফরিদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজুল ইসলাম রিয়াজ, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফ খান, সদস্য সচিব মোঃ সোহেল রানা। এ সময় সংগঠনের ‌অন্যান্য নেতৃবৃন্দ ‌ উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, এনসিপি দেশের ‌ জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য গঠিত হয়েছে৷ তাই সাধারণ জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এনসিপি সারাদেশজুড়ে কাজ করে যাবে৷ আর এনসিপি কখনো ফ্যাসিস্ট স্বৈরাচার ও তাদের দোসরদের পুনর্বাসনের জায়গা হবেনা৷

 বক্তারা ‌আরও বলেন, ফরিদপুর বিভাগ ছিল আওয়ামীলীগের ঘাটি৷ বিরোধী  মতাদর্শ পালনকারীদের জুলুম-নির্যাতনের মাধ্যমে কোনঠাসা করে রাখা হয়েছিল। ফ্যাসিস্ট সরকার প্রচার করেছিল, তাদের সময়ে নারীরা ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিরাপদ কিন্তু বাস্তবে সেটা মিথ্যা ছিল৷ 

কিন্তু এনসিপি জনগণকে ধোকা দেবেনা৷ আর এনসিপিতে কখনো ফ্যাসিস্টের দোসরদের জায়গা হবেনা৷ এনসিপি নেতৃবৃন্দ বর্তমান সরকারের প্রতি তাদের বিভিন্ন দাবী তুলে ধরেন, যেমন- ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার করা, জুলাই সনদ ঘোষণা করা, সংস্কার করা, নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচন দেয়া।

মুমু

×