ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

ইউরোপ ভ্রমণের স্বপ্নে বাধা, শেনজেন ভিসা প্রত্যাখ্যানের শীর্ষ ১০ দেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:৩০, ২৪ মে ২০২৫

ইউরোপ ভ্রমণের স্বপ্নে বাধা, শেনজেন ভিসা প্রত্যাখ্যানের শীর্ষ ১০ দেশ

ছবি: সংগৃহীত

দীর্ঘ গরমের ছুটিতে অনেক সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বাসিন্দাই স্বস্তির খোঁজে ইউরোপের বরফে ঢাকা উত্তরের দিকে পাড়ি জমাতে চাইছেন। সম্প্রতি শুক্রবার ইউএই-তে তাপমাত্রা ৫০.৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে, যা এই সময় ইউরোপ ভ্রমণের জন্য উপযুক্ত আবহ তৈরি করেছে।

তবে বেশিরভাগ ভ্রমণপ্রেমীর জন্য পরিকল্পনার সাফল্য নির্ভর করছে শেনজেন ভিসা সময়মতো পাওয়ার ওপর। Gulf News-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ঈদ এবং গ্রীষ্মকালীন ছুটির ভিড়ের কারণে ইউএই-তে আগস্ট পর্যন্ত শেনজেন ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকড হয়ে গেছে।

এর মধ্যেই জার্মানি ঘোষণা দিয়েছে, তারা ভিসা প্রত্যাখ্যান সংক্রান্ত ‘রেমন্সট্রেশন’ বা আপিল প্রক্রিয়া বন্ধ করছে। অর্থাৎ এখন থেকে কারও ভিসা আবেদন প্রত্যাখ্যান হলে তিনি আর আপিল করতে পারবেন না।

এই পরিস্থিতিতে অনেকেই শেনজেন অঞ্চল ছাড়িয়ে অন্যান্য আকর্ষণীয় পর্যটন গন্তব্য খুঁজে নিচ্ছেন। তবে তা মানে এই নয় যে ইউরোপ ভ্রমণের ইচ্ছা পরিত্যাগ করতে হবে।

সম্প্রতি ইউরোপীয় কমিশন ২০২৪ সালের ভিসা প্রত্যাখ্যান সংক্রান্ত একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায়, শেনজেন দেশগুলোতে মোট ১ কোটি ১৭ লাখের বেশি আবেদন জমা পড়ে, যার মধ্যে ১৪.৮ শতাংশ আবেদন প্রত্যাখ্যান করা হয়।

যেসব দেশে ভিসা প্রত্যাখ্যানের হার বেশি, সেই দেশগুলোতে আবেদন না করাই ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়াতে পারে।

ভিসা প্রত্যাখ্যানের হারে শীর্ষ ১০ দেশ (২০২৪):

  1. মাল্টা: ৪৫,৫৭৮ আবেদন, প্রত্যাখ্যান ১৬,৯০৫ — প্রত্যাখ্যান হার ৩৮.৫%

  2. এস্তোনিয়া: ১২,১২৫ আবেদন, প্রত্যাখ্যান ৩,২৯১ — ২৭.২%

  3. বেলজিয়াম: ২,৫৫,৫৬৪ আবেদন, প্রত্যাখ্যান ৬১,৭২৪ — ২৪.৬%

  4. স্লোভেনিয়া: ১৮,১৭১ আবেদন, প্রত্যাখ্যান ৪,৪১৭ — ২৪.৫%

  5. সুইডেন: ১,৮৮,৬২৩ আবেদন, প্রত্যাখ্যান ৪৪,৫৭৬ — ২৪.০%

  6. ডেনমার্ক: ১,৩২,১৫৮ আবেদন, প্রত্যাখ্যান ৩১,০১৩ — ২৩.৭%

  7. ক্রোয়েশিয়া: ৪২,১৬৫ আবেদন, প্রত্যাখ্যান ৮,০০৩ — ১৯.৩%

  8. পোল্যান্ড: ১,১১,৫৩৮ আবেদন, প্রত্যাখ্যান ১৯,২৭৭ — ১৭.২%

  9. ফ্রান্স: ৩০,৭২,৭২৮ আবেদন, প্রত্যাখ্যান ৪৮১,১৩৯ — ১৫.৮%

  10. চেক প্রজাতন্ত্র: ১,৫০,৬২৯ আবেদন, প্রত্যাখ্যান ২৩,৭৩৫ — ১৫.৮%

ভিসার জন্য আবেদন করার আগে এসব পরিসংখ্যান বিবেচনায় রাখা যেকোনো ভ্রমণপ্রেমীর জন্যই গুরুত্বপূর্ণ হতে পারে।

শহীদ

×