
দৈনিক জনকণ্ঠ
গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের ব্যবহারের জন্য একটি ল্যাপটপ দিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ড. শামীম কায়ছার লিংকন। গত শুক্রবার রাতে প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রেসক্লাবের সদস্যদের হাতে এটি তুলে দেন তিনি।
গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রবিউল কবির মনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত জামানের সঞ্চালনায় ল্যাপটপ প্রদান উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বক্তব্য ড. শামীম কায়ছার লিংকন বলেন, জুলাই বিপ্লবের পর অনেক সময় অতিবাহিত হয়েছে। দেশে এখন নির্বাচিত সরকারের প্রয়োজন। নির্বাচিত সরকারই দেশের সকল সমস্যার সমাধান করবেন। তাই দ্রুত নির্বাচন দেয়াড় জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে অতীতের মতোই এখনও থাকার অঙ্গীকার করে তিনি তিনি আরও বলেন, গোবিন্দগঞ্জের উন্নয়নের পাশাপাশি গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নেও সবসময়ই ভূমিকা রাখার চেষ্টা করব।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি কৃষ্ণ কুমার চাকী ও জাহিদুর রহমান প্রধান টুকু এবং সাংবাদিক শামীম রেজা ডাফরুল, বিষ্ণু নন্দী, হাবিবুর রহমান আকন্দ, এবিএস লিটন, আতিকুর রহমান আতিক, ফারুক হোসেন ছন্দ, বিপ্লব হাসান প্রমুখ
হ্যাপী