
ঈশ্বরদী উপজেলার চররূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভেজ রেজার নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত এবং দ্রুত সময়ের মধ্যে তাকে অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ের সামনের রাস্তায় ঘণ্টাকালব্যাপী মানববন্ধন কর্মসূচি হয়। মানববন্ধনে বক্তব্য দেন, রূপপুর উচ্চ বিদ্যালয়ের (অব.) সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ও অভিভাবক সদস্য মাসুদ রানা, উপজেলা যুবদলের সাবেক সদস্য ও প্রাক্তন ছাত্র নাঈমুর রহমান লালচাঁদ, প্রাক্তন ছাত্র শিবলু আহম্মেদসহ অন্যান্যরা। এ সময় স্থানীয় সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
প্যানেল