ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

দেশসেরা শিক্ষকের গড়া দেশসেরা বিদ্যালয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:২৬, ২৪ মে ২০২৫

দেশসেরা শিক্ষকের গড়া দেশসেরা বিদ্যালয়

ছবিঃ সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার প্রত্যন্ত গ্রামে অবস্থিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়—স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির নাম এখন শুধুই একটি শিক্ষা প্রতিষ্ঠানের নয়, বরং দেশের প্রাথমিক শিক্ষার গর্ব ও অনুকরণীয় দৃষ্টান্ত।

বিদ্যালয়ের চারপাশ ঘেরা ফুলের বাগান, শহীদ মিনার, শিখা অনির্বাণ, মানচিত্র কর্নার, শাপলা স্কয়ার, সততা স্টোর, রিডিং কর্নার, শিশুদের খেলাধুলার উপকরণসহ নানা ধরনের শিক্ষাবান্ধব ও নান্দনিক পরিবেশ যেন শিশুদের শেখার আনন্দ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। বর্তমানে এই বিদ্যালয়ে ৪৭৭ জন শিক্ষার্থী এবং ১০ জন শিক্ষক রয়েছেন।

বিদ্যালয়টি ২০২৪ সালে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ বিদ্যালয় এবং জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করে। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম ২০১৯ সালে জাতীয়ভাবে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা জানিয়েছেন, এখানে শিক্ষার্থীদের উপস্থিতির হার প্রায় শতভাগ এবং শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। এক অভিভাবক বলেন, “আমার সন্তান বিদ্যালয়ে যেতে মুখিয়ে থাকে। এমন পরিবেশ শহরের অনেক বিদ্যালয়েও নেই।”

প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম জানান, “বিদ্যালয়টি গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি এলাকাবাসী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমাদের স্বপ্ন—একদিন এ বিদ্যালয় হবে দেশের সেরা এবং প্রাথমিক শিক্ষার একটি মডেল।”

রাজবাড়ী জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তবিবুর রহমান বলেন, “বিদ্যালয়ের সততা স্টোর ও বন্ধু টিম উদ্যোগ জাতীয় পর্যায়েও প্রশংসিত হয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এ বিদ্যালয় একটি অনুকরণীয় দৃষ্টান্ত।”

একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কীভাবে আন্তরিকতা, সহযোগিতা ও সৃজনশীলতায় দেশের গর্ব হয়ে উঠতে পারে—তার উজ্জ্বল উদাহরণ স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এমন উদ্যোগ ছড়িয়ে পড়ুক দেশের প্রতিটি প্রান্তে—এমনটাই প্রত্যাশা সকলের।

মুমু

×