
ছবিঃ সংগৃহীত
আন্দোলনের নামে রাজধানীর রাস্তা দুই ঘন্টার জন্য বন্ধ করা হলেও অন্তত ৫০ লাখ মানুষের একদিনের আয়ের উপর হস্তক্ষেপ হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত ডক্টর লুতফে সিদ্দিকী।
তিনি বলেছেন, জুন থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ছাড়া বাংলাদেশে কোন রোডম্যাপ নাই। অথচ রোডম্যাপ হওয়া উচিত ছিল অর্থনৈতিক উন্নয়ন সহ সবকিছু নিয়ে।
শনিবার (২৪ মে) ঢাকা চেম্বার আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
ডক্টর লুতফে সিদ্দিকী বলেন, শুধু একটা রোডম্যাপ আমি দেখছি এখন যে ইলেকশন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। ঢাকা ট্রাফিক প্রবলেম সলিশন নিয়ে কোন রোড ম্যাপ নেই।
তিনি আরও বলেন, এরপর যখন আপনি দুই তিন ঘন্টার জন্য বন্ধ করে দেন তখন এটার যেই ক্ষতিটা হয়, এটা হলো ৫০ লাখ মানুষের একদিনের ইনকাম। আমার কলেজকে ইউনিভার্সিটি করতে হবে, কালকে আমার ডিপার্টমেন্টের নাম চেঞ্জ করতে হবে। আমার এই এখানে মেয়র হতে হবে নাকি হতে হবে। যত লজিক্যাল, জাস্টিফাইবল হোক না কেন, ইউ আর ডইং এ ক্রাইম, দিস ইস নট আ ভিকটিমলেস ক্রাইম।
ইমরান