ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

গাজায় চিকিৎসকের ৯ সন্তানকে হত্যা: ইসরায়েলি হামলায় বিশ্বজুড়ে ক্ষোভ

প্রকাশিত: ০১:৪৪, ২৫ মে ২০২৫

গাজায় চিকিৎসকের ৯ সন্তানকে হত্যা: ইসরায়েলি হামলায় বিশ্বজুড়ে ক্ষোভ

ছবি আলজাজিরা

গাজা উপত্যকার দক্ষিণের শহর খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় এক চিকিৎসকের নয় সন্তান নিহত হয়েছে। এই নির্মম ঘটনায় ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে, আর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে ক্ষোভ ও নিন্দার ঝড়।

শুক্রবার (২৪ মে) রাতে খান ইউনিসের নাসের হাসপাতালের শিশু চিকিৎসক ডা. আলা আল-নাজ্জারের বাড়িতে হামলা চালানো হয়। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলার সময় তিনি হাসপাতালে ডিউটিতে ছিলেন। এদিকে, বাড়িতে আগুন লাগিয়ে পুরো ভবন ধ্বংস করে ফেলা হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান তার ১০ সন্তানের ৯ জন।

এই হামলাকে বর্ণনা করা হচ্ছে ফিলিস্তিনিদের ওপর চলমান সহিংসতার এক ভয়ংকর দৃষ্টান্ত হিসেবে। জাতিসংঘে ফিলিস্তিন ভূখণ্ডবিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটি একটি স্যাডিস্টিক প্যাটার্নের অংশ। গাজার জনগণ এক নতুন মাত্রার গণহত্যার শিকার হচ্ছে।

তিনি আরও বলেন, এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং যুদ্ধাপরাধের পরিসরে পড়ে।

ডা. আলা আল-নাজ্জার বর্তমানে হাসপাতালে চিকিৎসা সেবা অব্যাহত রাখলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন সহকর্মীরা। তার একজন সহকারী বলেন, হাসপাতালে অসংখ্য শিশুর জীবন রক্ষা করেছেন তিনি, অথচ নিজের সন্তানদের রক্ষা করতে পারলেন না — এটা কল্পনাতীত এক ট্র্যাজেডি।

এই ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তদন্তের দাবি জানিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ ধরনের হামলাকে যুদ্ধাপরাধের পর্যায়ে ফেলে বিচার দাবি করেছে।

ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এই হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গত কয়েক মাসে গাজায় ইসরায়েলি হামলায় শিশুদের ওপর সহিংসতার মাত্রা বেড়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটির তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এ পর্যন্ত কয়েক হাজার শিশু নিহত হয়েছে।

চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক—বেসামরিক নাগরিকদের জীবন যে কতটা ঝুঁকিতে রয়েছে, ডা. আলা আল-নাজ্জারের পরিবারের এই ট্র্যাজেডি তা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

এসএফ

আরো পড়ুন  

×