ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ইসরায়েলের বিরুদ্ধে সুইডেন-ফ্রান্সে বিক্ষোভে উত্তাল জনতা

প্রকাশিত: ০৪:৪৯, ২৫ মে ২০২৫

ইসরায়েলের বিরুদ্ধে সুইডেন-ফ্রান্সে বিক্ষোভে উত্তাল জনতা

ছবি: সংগৃহীত

সুইডেন ও ফ্রান্সের রাজধানী স্টকহোম এবং প্যারিসে হাজারো মানুষ রাস্তায় নামেন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। তারা তাদের সরকারের নীরবতা ও গাজায় চলমান যুদ্ধ ও মানুষের খাদ্য সংকটের জন্য আন্তর্জাতিক হস্তক্ষেপ এবং কঠোর নিষেধাজ্ঞার দাবি করেন।

স্টকহোমে, ওডেনপ্ল্যান স্কোয়ারে শত শত মানুষ জড়ো হয়ে সুইডিশ সরকারকে ইসরায়েলের যুদ্ধাপরাধের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান। তারা “প্যালেস্টাইনের স্বাধীনতা চাই” এবং “নেতানিয়াহুর পরিকল্পনার বিরুদ্ধে” স্লোগান দেন। সুইডিশ আন্দোলনকারী লার্স ওহলি বলেন, ৫০ হাজারের বেশি মানুষের প্রাণহানির মধ্যে ১৫ হাজারের বেশি শিশু নিহত হলেও সুইডেনের নীরবতা অগ্রহণযোগ্য।

প্যারিসে বর্স স্কোয়ারে প্যালেস্টাইনের সমর্থকরা একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং গাজার জন্য সহায়তা পাথানোতে বাধা না দেওয়ার দাবি তোলেন। তাঁরা খাদ্য সংকটের তীব্রতা তুলে ধরতে ফাঁকা বাসন বাজিয়ে “ইসরায়েল হত্যাকারী, ম্যাক্রন সহযোগী” স্লোগান দেন।

৪৪ বছর বয়সী মিরিয়েম বলেন, “গাজায় গণহত্যা চলছে, আমরা নীরব থাকব না।” তিনি মানবিক সহায়তা বন্ধের বিষয়টিকে নিষ্ঠুর উল্লেখ করেন।

এই প্রতিবাদগুলো আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় চলমান সংকটের প্রতি দ্রুত ও সক্রিয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানোর প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

এসএফ
 

আরো পড়ুন  

×