
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় চাঁদপুরের হাজীগঞ্জে আজাদ সরকার (৫২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি মোবারক কাজীকে (৬৩) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আসামি মোবারক হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় কাজী বাড়ীর মৃত লাল মিয়া কাজীর ছেলে। তিনি ওই মামলার ৬ নম্বর এজাহার নামীয় আসামি।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে চাঁদপুর সদরের বাবুরহাট এলাকা থেকে গ্রেপ্তার করে। শনিবার দুপুরে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
প্যানেল