
ছবিঃ সংগৃহীত
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী ও চমকপ্রদ অফার নিয়ে হাজির হয়েছেন চট্টগ্রামের সাতকানিয়ার খামারি ফজলুর রহমান ফয়সাল। তিনি ঘোষণা দিয়েছেন, “যদি রেট পছন্দসই হয়, আমি গরুর সঙ্গে একটি ছাগল ফ্রি দিয়ে দিব।”
ফয়সালের খামারে এখন প্রস্তুত রয়েছে উন্নত জাতের ৪০টি গরু, যেগুলোর প্রতিটির ওজন, স্বাস্থ্য ও রঙ মনকাড়া। খামারটির গরুগুলোর মধ্যে ২৫টির ওপর দেওয়া হয়েছে বিশেষ ছাড়। শুরু হচ্ছে ১ লাখ ১০ হাজার টাকা থেকে, আর সর্বোচ্চ গরুর দাম ১০ লাখ টাকা পর্যন্ত।
বিশেষ আকর্ষণ: যারা একসঙ্গে ১০, ১১ কিংবা ১৫ লাখ টাকায় দুটি গরু কিনবেন, তাদের জন্য ফয়সাল ফ্রি দিচ্ছেন একটি ছাগল! এই দারুণ অফার পাওয়ার আশায় প্রতিদিন ভিড় করছেন অনেক ক্রেতা।
ফয়সালের দাবি, “আমার খামারে তিন মণ, সাড়ে তিন মণ থেকে শুরু করে বিশ মণ, বাইশ মণ পর্যন্ত গরু রয়েছে।”
এই খামারে গরু মোটাতাজা করতে কোনো ইনজেকশন ব্যবহার করা হয় না। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা হচ্ছে গরুগুলো। খাবারের তালিকায় রয়েছে চাষের ঘাস, মিষ্টি কুমড়া, ভূট্টা, সোয়াবিন, কোড়া, সাগু ইত্যাদি।
শঙ্খ নদীর পাড়ে গড়ে ওঠা এই খামারটি ফয়সালের ছোটবেলার শখ থেকে শুরু। মাত্র চার বছরে তিনি গড়ে তুলেছেন ৪০টি গরুর একটি সফল খামার। প্রতিদিন নিজ হাতে গরুগুলোর দেখভাল করেন তিনি।
ফয়সাল আশা প্রকাশ করেন, এবারের কোরবানির বাজারে সব গরু বিক্রি করে আবার নতুন গরু কিনে খামারটিকে আরও বড় করবেন।
এই ঈদে গরুর সাথে ছাগল ফ্রি – চট্টগ্রামের সাতকানিয়ায় ফয়সালের খামারে এখনই চলে আসুন!
মারিয়া