
ছবি: জনকণ্ঠ
পূর্বে তিতাস, পশ্চিমে মেঘনা মধ্যখানে সরাইল- টু নাসিরনগর আঞ্চলিক সড়ক, এ যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের প্রতীক। বলছিলাম ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ হাওরের কথা। লোকমুখে যা ধরন্তি কিংবা মিনি কক্সবাজার নামে বেশ পরিচিত।
বর্ষা মৌসুমে যেন প্রাণ ফিরে পায় ধরন্তি হাওর। প্রতিদিনই দূরদূরান্ত থেকে পর্যটকেরা ছুটে আসেন প্রকৃতির এই সুন্দর দৃশ্য উপভোগের উদ্দেশ্যে। অথচ বিগত কয়েক বছর যাবত প্রকৃতির এই সুন্দর পরিবেশ হুমকির মুখোমুখি।
স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন জায়গার ময়লা আবর্জনা ফেলে ধ্বংস করে দেওয়া হচ্ছে প্রকৃতি। স্থানীয় সুশীল সমাজ ও প্রশাসন একাধিকবার এ বিষয়ে কাজ করার উদ্যোগ নিলেও শতভাগ সফলতা আসেনি এখনো। আজও ধরন্তি হাওরের দু'পাশে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা, বিনষ্ট করা হচ্ছে প্রকৃতি।
অথচ সরাইল উপজেলার একমাত্র পর্যটক কেন্দ্র এই ধরন্তি হাওর স্থানীয়দের কাছে অতি গুরুত্বপূর্ণ। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, ও প্রিয়জনের সঙ্গে একটু প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে হলে স্থানীয়দের কাছে ধরন্তি হাওরের বিকল্প নেই। কিন্তু ময়লা- আবর্জনার দুর্গন্ধে সোনালি সেই সময় আজ বিলুপ্তির পথে। এছাড়াও সরাইল টু নাসিরনগর আঞ্চলিক সড়ক একটি ব্যস্ততম সড়ক হওয়ার সুবাদে প্রতিদিন এদিকে হাজারো যানবাহন ও হাজারো মানুষের চলাচল। ময়লা- আবর্জনার দুর্গন্ধে বিব্রত পথচারীরা।
সাব্বির