
ছবি: সংগৃহীত
জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধে রাজবাড়ীর পাংশায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি (বিএইচপি)-এর জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় সোমবার (১৯ মে) দুপুরে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা। ব্র্যাকের টিবি কর্মসূচির জেলা ব্যবস্থাপক এ. এম. মিজানুর রহমান সভাটি সঞ্চালনা করেন।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: এবাদত হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. কুতুব আহমেদ, মেডিকেল অফিসার ডা. পলাশ সিকদার এবং উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তৈয়বুর রহমান। এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব জনস্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব ফেলছে। এই প্রেক্ষাপটে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, সহজপ্রাপ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্যবান্ধব জীবনযাপন গড়ে তোলা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের রাজবাড়ী সদরের প্রকল্প অফিসার সাবিয়া সাবরিন সুহি, কালুখালীর অফিসার মো: সৌরভ হোসেন ও পাংশার প্রোগ্রাম অফিসার সুরাইয়া আক্তার। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।
আসিফ