
ছবি: সংগৃহীত
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর ফরিদপুর জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৮ মে কমিটির জিসপ কেন্দ্রীয় কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন রোকন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ কামাল হোসেন স্বাক্ষরিত কমিটিতে ফরিদপুর জেলার আহ্বায়কের মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ এইচ কে শিশির আহমেদ এছাড়া সদস্য সচিবের মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার মোঃ তানজির আহমেদ তুষার।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক এর দায়িত্ব দেয়া হয়েছে মোঃ বেলায়েত হোসেনকে।
উক্ত কমিটি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ফরিদপুরে আগামী দিনের কর্মকান্ডে অংশগ্রহণ করবে। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও নীতিতে বিশ্বাসী থেকে সততা ও নিষ্ঠার সাথে দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন ।
এছাড়া আগামী দিনে সমাজের উন্নয়নে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং দেশের কল্যাণে এ কমিটি সবসময় সক্রিয় থাকবে বলেও নেতৃবৃন্দ জানান।
আলীম