ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

সাবমেরিনে ধাক্কার পরও কাতালানদের উৎসব

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:৩৮, ২০ মে ২০২৫

সাবমেরিনে ধাক্কার পরও কাতালানদের উৎসব

ঘরের মাঠে লা লিগার ট্রফি নিয়ে বার্সেলোনার ফুটবলারদের উল্লাস

বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি বার্সেলোনা। মাত্র চারদিন আগইে স্প্যানিওলের মাঠে লা-লিগার শিরোপা নিশ্চিতের পথে মৌসুমে ট্রেবল জয় করে ঘরে ফেরা লামিনে ইয়ামালদের বরণ করে নেওয়া হয় ছাদ খোলা বাসে। কাতালান হয়ে উঠেছিল উৎসবের নগরী। রোববার ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে উদযাপনের সব প্রস্তুতি ও উপলক্ষ নিয়েই মাঠে নেমেছিল বার্সা।

এটি ছিল সমর্থকদের সামনে ট্রফি প্রদর্শনের সুযোগ। কিন্তু উৎসবের আমেজটাই নষ্ট করে দিল ভিয়ারিয়াল! চ্যাম্পিয়ন বার্সাকে ৩-২ গোলে হারিয়ে চমক দেখালো ‘ইয়েলো সাবমেরিন’ শিবির। লা লিগা চ্যাম্পিয়ন বার্সা ডিসেম্বরের পর প্রথমবারের মতো লিগে পরাজয়ের মুখ দেখল।  
অন্যদিকে কাতালানদের হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের জায়গা নিশ্চিত করলো ভিয়ারিয়াল। আরসিডিই স্টেডিয়ামে সাবেক নিউক্যাসল ও লেস্টার ফরোয়ার্ড আয়োজে পেরেজ ৪ মিনিটে কাউন্টার-অ্যাটাক থেকে গোল করে ভিয়ারিয়ালকে এগিয়ে দেন। বার্সার লামিন ইয়ামাল ৩৮ মিনিটে এক অসাধারণ কার্লিং শটে সমতা ফেরান।

আর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফারমিন লোপেজ বক্সের বাইরে থেকে শট নিয়ে বার্সাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই (৫০ মিনিটে) সান্তি কোমেসানা গোল করে ভিয়ারিয়ালকে ২-২ সমতায় ফেরান। এরপর ৮০ মিনিটে কানাডিয়ান তারকা তাজন বুকানান জেরার্ড মরেনোর ক্রস থেকে ভিয়ারিয়ালের জয়সূচক গোলটি করেন।
লিগের এক ম্যাচ হাতে রেখে, অর্থাৎ ৩৭ ম্যাচে চ্যাম্পিয়ন বার্সা শীর্ষে রয়েছে ৮৫ পয়েন্ট নিয়ে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ থেকে চার পয়েন্ট এগিয়ে তারা। অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে তৃতীয় স্থানে ৭৩ পয়েন্ট নিয়ে।

×