ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি টোয়েন্টি আজ

সুমাইয়া নৌমি, কন্ট্রিবিউটিং রিপোর্টার, ঢাকা  

প্রকাশিত: ১০:৫৪, ১৯ মে ২০২৫

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি টোয়েন্টি আজ

ছবি: সংগৃহীত

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন অবস্থান করছে আমিরাতে। আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার (১৯ মে) রাত ৯টায় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ দল।

যদিও প্রতিপক্ষ বিসিবির জন্য চলনসই হওয়ায় দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে বাড়িয়ে তিন ম্যাচের সিরিজে রুপান্তরিত করা হয়েছে।  প্রথম ম্যাচ শেষেই জানা গিয়েছিল সিরিজে একটি ম্যাচ সংখ্যা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে বিসিবি। বিসিবিএমিরেটস ক্রিকেট বোর্ডকে বিষয়ে প্রস্তাব দিলে আইসিসির সহযোগী দেশটি পূর্ণ সদস্য পদপ্রাপ্ত বাংলাদেশের সঙ্গে বাড়তি ম্যাচ খেলার সুযোগটি একরকম লুফেই নিয়েছে। সেই সাথে বাংলাদেশও যেন পেয়ে গেলো একটি মনের মতো কঠিন প্রতিপক্ষ।

এদিকে সিরিজের প্রথম ম্যাচে ২৭ রানের কষ্টার্জিত জয়ে ইতিমধ্যে সিরিজে - ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতলেও দলের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট ছিলেন না অধিনায়ক লিটন দাস। তার মতে শেষ দিকে ব্যাটাররা পর্যাপ্ত রান নিতে পারেনি। অবশ্য স্কোর বোর্ড তার কথার সাথে একাত্মতাই প্রকাশ করে। পারভেজ হোসেন ইমনের ৫৪ বলে ১০০ রানের ক্যামিও ইনিংসের দিনে বাকিরা সবাই মিলে করেছিলেন ৯১। আর বাংলাদেশের পুঁজি দাঁড়ায় ১৯১ রানের। তবে বোলার বিশেষ করে পেসারদের দাপুটে পারফরম্যান্সে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

আজ বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন নিশ্চিত, কেননা পেসার মুস্তাফিজুর রহমান গিয়েছেন আইপিএল খেলতে। এদিকে দুই ক্রিকেটার রিশাদ এবং নাহিদ রানার ভিসা জটিলতায় জরুরি ভিত্তিতে তাদের বদলি হিসেবে আমিরাতে নেওয়া হয়েছিল স্পিনার নাসুম আহমেদকে। তবে সে ঝামেলা মিটে যাওয়ায় এখন কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরে আসতে হচ্ছে নাসুমকে। নাসুম এখন যোগ দিবেন বাংলাদেশ '' দলের সঙ্গে

সিরিজের দ্বিতীয় ম্যাচই বাংলাদেশ চাইবে ম্যাচ জিতে আজ সিরিজ নিশ্চিত করতে। অন্যদিকে স্বাগতিক সংযুক্ত আমিরাত চাচ্ছে দারুণ একটি কামব্যাকের মধ্য দিয়ে সিরিজ বাঁচাতে এবং সমতায় ফিরতে।  

মুমু

×