
নড়াইলে রেললাইনের পাশে রক্তাক্ত অজ্ঞাতপরিচয় যুবকের (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের রেললাইনের পাশে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। তারা জানায়, সকালে হাঁটতে বেরিয়ে রেললাইনের পাশে একটি দেহ পড়ে থাকতে দেখে তারা দ্রুত পুলিশকে খবর দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের ঢাকা-খুলনা-বেনাপোল রেললাইনে হাঁটতে বের হয়ে স্থানীয় লোকজন রেললাইনের পাশে এক যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে লোহাগড়া থানাকে ঘটনাটি অবহিত করা হলে পুলিশ এসে মরদেহ হেফাজতে নেয়। যুবকটির শরীরের বিভিন্ন স্থানে রক্তের দাগ এবং চোটের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে এবং প্রাথমিক তল্লাশিতে তার সঙ্গে থাকা একটি ওয়ালেট থেকে একটি ছবি উদ্ধার করা হয়। তবে পরিচয় সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য মেলেনি।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। এরপর ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি রেল দুর্ঘটনা হতে পারে। তবে ময়নাতদন্ত রিপোর্ট এবং বিস্তারিত তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।”
সজিব