
ওয়েম্বলি স্টেডিয়ামে ট্রফি নিয়ে প্যালেসের ফুটবলারদের উল্লাস
যেন পুরো মৌসুম ব্যর্থ ম্যানচেস্টার সিটি। একের পর এক স্বপ্নভঙ্গ সাবেক ইংলিশ চ্যাম্পিয়নদের। এই মৌসুমে বিদায় নিতে হয়েছে তিনটি বড় প্রতিযোগিতা থেকে। তবে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকলেও আরও একবার হতাশ হতে হলো পেপ গার্দিওলার। এফএ কাপের ফাইনালে ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ গোলে হেরেছে তারা। আর এই জয়ে রেকর্ড গড়ল প্যালেস। নিজেদের ফুটবল ইতিহাসে ১২০ বছর পর কোনো মেজর টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলল ক্লাবটি।
শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতা এফএ কাপে এই কৃতিত্ব অর্জন করে প্যালেস। এই ম্যাচে বল দখলে ৭৫ শতাংশ আধিপত্য এবং ২৩টি শট নিয়েও হতাশা নিয়েই ফিরতে হলো ম্যানচেস্টার সিটিকে। এ নিয়ে টানা দ্বিতীয়বার এফএ কাপের ফাইনালে হারল গার্দিওয়ালার শিষ্যরা।
অন্যদিকে, এর আগেও এফএ কাপে দুইবার ফাইনাল খেলেছিল প্যালেস। প্রতিবারই হারতে হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। কিন্তু এবার আর পুনরাবৃত্তি নয়, মাত্র ৭টি শটের দুটি লক্ষ্যে রেখেই বাজিমাত করে ক্লাবের ১২০ বছরের ইতিহাসের পাতায় নাম লেখাল তারা। দুর্দান্ত ভূমিকায় এই ম্যাচের নায়ক বনে গেছেন প্যালেস গোলরক্ষক ডিন হেন্ডারসন। এক পেনাল্টি ঠেকানোসহ আর্লিং হালান্ড, কেভিন ডি ব্রুইনা ও জেরেমি ডকুদের বারবার ব্যর্থ করেছেন তিনি।
প্যানেল