
আশা জাগিয়েও পারল না ছোটনের দল, ছবি: এসএফ
বাংলাদেশকে টাইব্রেকারে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে ভারত। অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে রোববার ফাইনালে নির্ধারিত সময় শেষ হয় ১-১ সমতায়। অতিরিক্ত সময় ছিল না। সরাসরি টাইব্রেকারে গড়ানো ম্যাচ ৪-৩ ব্যবধানে জিতে আসরে অপরাজিত চ্যাম্পিয়ন স্বাগতিক ভারত।
টাইব্রেকারে প্রথম শট নিতে আসে বাংলাদেশ, গোল করেন মিঠু চৌধুরী। ভারতের আরবাস গোল করে সমতা আনেন। দ্বিতীয় শটে মোর্শেদ গোল করেন, ভারতের শট ঠেকিয়ে দেন মাহিন। তৃতীয় শটে গোল করেন জয়, ভারতও গোল করে। নাটকীয়তা আসে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের শটে, বারের উপর দিয়ে মারেন তিনি। বাংলাদেশের পঞ্চম শটও ঠেকিয়ে দেন ভারত গোলরক্ষক। ভারত অধিনায়ক শামি শেষ শটে গোল করলে ৪-৩ ব্যবধানে শিরোপা নিজেদের করে নেন যুব দলটি।
উল্লেখ্য বাংলাদেশ ছিল যুব সাফের গত আসরের চ্যাম্পিয়ন।
নোভা