ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

টাইব্রেকারে স্বপ্নভঙ্গ, দায় এড়াবেন কিভাবে কোচ!

সুমাইয়া নৌমি,কন্ট্রিবিউটর,ঢাকা

প্রকাশিত: ০০:৫৬, ১৯ মে ২০২৫

টাইব্রেকারে স্বপ্নভঙ্গ, দায় এড়াবেন কিভাবে কোচ!

ছবি: সংগৃহীত

ফাইনালের মঞ্চে প্লেয়ারদের কান্নায় ভেঙে পড়া ছবি বাংলাদেশ ক্রীড়াঙ্গনের একটা পরিচিত দৃশ্য। এবার আরো একবার সেই মূহূর্তের সাক্ষী হলো সমর্থকরা, সাক্ষী হলো ভারতের গোল্ডেন জুবিলি স্টেডিয়াম।

সাফ অনুর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ভারতের কাছে ৪-৩ গোলে হেরে শিরোপা থেকে এক হাত দূরে থেকে স্বপ্নভঙ্গ হলো মোর্শেদদের।

প্রথমার্ধের শুরুতেই হটাৎ গোল হজম করে বসে বাংলাদেশ। ভারতের সিঙ্গামায়ুম শামি লম্বা শটে বাংলাদেশের জালে বল জড়ান। এরপরও বেশ আক্রমণ পাল্টা আক্রমণে জমিয়ে রাখে বাংলাদেশ। খেলায় ফেরার চেষ্টা ছিল তাদের মধ্যে। কিন্তু ৪২ মিনিটে রেফারির এক বিতর্কিত সিদ্ধান্তে একটি নিশ্চিত গোল বাতিল করা হয়। সুমন সরেন ও অধিনায়ক নাজমুলও ভালো সুযোগ হাতছাড়া করেছেন প্রথমার্ধে।

এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার আরও বাড়িয়ে মাঠে নামে বাংলাদেশ। ৬০ মিনিটে বদলি হিসেবে নামা জয় আহমেদ টুর্নামেন্টে নিজের প্রথম গোলে ১-১ গোলে সমতায় ফেরান বাংলাদেশকে। এটি ভারতের জালেও টুর্নামেন্টের প্রথম গোল। এরপর দুই দলের খেলোয়াড়রা আক্রমণ বজায় রাখালেও গোলের দেখা পায়নি কেউই। রেফারির বাঁশিতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটের শুরুটা ভালোই করে বাংলাদেশ যুবারা। ভারতের দ্বিতীয় শটটা রুখেও দেন গোলকিপারের ইসমাইল। কিন্তু শেষে ইসমাইলের মিস, অধিনায়ক নাজমুল হুদা ও সালাহ উদ্দিনের ভুল শটে গোলবারের উপর দিয়ে লক্ষ্যভেদ! তীরে এসে আরো একবার তরী ডুবলো বাংলাদেশের। যেন মাঠ ভর্তি হোম ক্রাউডের সামনে নিজেদের স্নায়ু যুদ্ধে হেরে গেল বাংলাদেশ। ২০২২ সালেও অনূর্ধ্ব-২০ সাফে ভারতের কাছে হেরেই সেবার শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছিল যুবা দলের। 

প্রথম ম্যাচে ১৫ মিনিটের মতো সুযোগ পেয়েছিল আব্দুল কাদের, এরপর আর মাঠে নামা হয়নি। আর ফারজাদ টুর্নামেন্টে একবারও মাঠে নামার সুযোগ পাননি। হয়তো কোচের কাছে এরজন্য কোনো ব্যাখ্যা থাকবে যা প্রতিনিয়ত দিয়ে থাকেন ছোটন। তবে টানা ম্যাচে একই একাদশ বজায় রেখে খেলানো কোচ কি দেখেছিলেন প্লেয়ারদের চোখে-মুখে, শরীরি ভাষায় একটা স্পষ্ট ক্লান্তির ছাপ!
যাইহোক পেনাল্টি ভাগ্যের ওপর অনেকটা। হয়তো আমাদের আরো অনেক কিছুই ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া!

আলীম

×