ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

টক অব দ্যা কান্ট্রি পাকিস্তানের গুপ্তচর জ্যোতি

প্রকাশিত: ০২:১৭, ১৯ মে ২০২৫

টক অব দ্যা কান্ট্রি পাকিস্তানের গুপ্তচর জ্যোতি

ভারতে জন্ম হয়েও পাকিস্তানের গুপ্তচরবৃত্তির অভিযোগ ভারতের জ্যোতি মলহোত্র। জ্যোতি বর্তমানে ভারতের টক অব দ্যা কান্ট্রিতে পরিণত হয়েছে। সুন্দরী ট্রাভেল ব্লগার, সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সার। চ্যানেলের নাম 'ট্রাভেল উইথ জো'। মালকিন জ্যোতি রানি মালহোত্রা। অভিযোগ পাকিস্তানে তথ্য পাচার?

ইতিমধ্যেই পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে হরিয়ানার বাসিন্দা জ্যোতি মালহোত্রাকে।

গ্রেফতারির মাস কয়েক আগেই জ্যোতির সম্পর্কে উদ্বেগপ্রকাশ করেছিলেন কপিল জৈন নামে এক ব্যক্তি। বছরখানেক আগে তাঁরই একটি ভিডিও ‌ঘিরেই উঠেছিল প্রশ্ন। সেই ভিডিও সম্পর্কেই এনআইএ-কে জানান জ্যোতির ভক্ত-এক্স ব্যবহারকারী কপিল জৈন।

জানা গিয়েছে, জ্যোতির সোশ্যাল মিডিয়ার সেই সব পোস্ট নিয়েই ২০২৪ সালের মে মাসে এনআইএ-কে সতর্ক করেছিলেন কপিল জৈন নামে এক ব্যক্তি। তিনিও সমাজমাধ্যমে জ্যোতির অনুসরণকারীদের তালিকায় থাকা এক জন। সমাজমাধ্যমেই একটি পোস্টে জ্যোতির কার্যকলাপ খতিয়ে দেখার জন্য এনআইএ-কে সতর্ক করেছিলেন তিনি।

কপিল তাঁর পোস্টে জ্যোতিরই ইউটিউব পেজের কিছু ছবির কথা উল্লেখ করেন। লেখেন, ‘‘এনআইএ, দয়া করে এই মহিলার উপর নজর রাখুন। উনি প্রথমে পাকিস্তান দূতাবাসে যান, তার পর ১০ দিনের জন্য পাকিস্তানেও গিয়েছিলেন। পরে ফিরে এসে কাশ্মীরে যান। তাঁর এই সব কার্যকলাপের নেপথ্যে কোনও যোগসূত্র থাকতে পারে।’

জ্যোতির বাবা হরিশ মলহোত্র জানিয়েছিলেন, জ্যোতি দিল্লিতে ২০-২৫ হাজার টাকা বেতনের চাকরি করতেন, কোভিডের পরে চাকরি ছেড়ে দেন তিনি। তবে জ্যোতিকে বিশেষ ভাবে ব্যবহার করেছিলেন পাকিস্তানি গুপ্তচররা। 

হরিয়ানার হিসার পুলিশের এসপি শশাঙ্ক সাওয়ান দেশটির গণমাধ্যমকে জানান, পাকিস্তানি চররা জ্যোতিকে ব্যবহার করে তার চ্যানেল ব্যবহার করে পাকিস্তানি গুপ্তচররা সাধারণ মানুষের মগজধোলাই করতে চেয়েছিল। 

এসপি সাওয়ান মিডিয়াকে একটি প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন, "পাকিস্তানি চররা কিছু সামাজিক মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়োগ করার চেষ্টা করেছে”।

জ্যোতি একাধিকবার পাকিস্তান এবং একবার চীন সফর করেছিলেন। তা-ও জানিয়েছিলেন। জ্যোতিকে ১৬ মে পর্যন্ত হেফাজতে নেওয়া হয়েছে এবং পাঁচ দিনের পুলিশ রিমান্ডে রাখা হয়। তার আর্থিক রেকর্ডগুলিও পরীক্ষা করা হচ্ছে।

পুলিশ  আরও জানিয়েছেন, "জ্যোতির ভ্রমণের বিবরণ, তার মোট আয়ের সাথে মিলছে না।" তিনি আরও জানান, ভারত-পাকিস্তান সামরিক সংঘর্ষের সময়েও পাকিস্তানি চরদের সঙ্গে যোগাযোগে ছিল জ্যোতির। 

ফুয়াদ

আরো পড়ুন  

×