
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের এক সাবেক এফবিআই কর্মকর্তা বিস্ফোরক দাবি করেছেন, রাশিয়ার শীর্ষ সামরিক গোয়েন্দা সংস্থা GRU মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে লক্ষ্য করে একটি গোপন প্রভাব বিস্তারমূলক অপারেশন চালিয়েছে। ওই অপারেশনে মাস্কের ‘যৌনতা, মাদক ও বিলাসবহুল জীবনযাত্রার দুর্বলতাকে’ কৌশলে ব্যবহার করা হয়।
সাবেক এফবিআই কর্মকর্তা জনাথন বুমা, যিনি ১৬ বছর রাশিয়ান গোয়েন্দা কার্যক্রমের বিরুদ্ধে কাজ করেছেন, জার্মান সম্প্রচারমাধ্যম ‘ZDF’-কে বলেন, এই গোয়েন্দা পরিকল্পনায় সরাসরি অনুমোদন দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বুমার ভাষ্য অনুযায়ী, রুশ গোয়েন্দারা মাস্কের নারীসঙ্গ, বিশেষ করে ‘প্রমিসকুইয়াস’ নারী এবং কেটামিন সেবনের প্রবণতাকে দুর্বলতা হিসেবে চিহ্নিত করে। এসব ব্যবহার করে তাকে ফাঁদে ফেলার বা প্রভাবিত করার সুযোগ তৈরি করা হয়।
‘রাশিয়ার গোয়েন্দারা জানত, মাস্কের জীবনে বেশ কয়েকটি প্রবণতা রয়েছে—যেমন, ‘বার্নিং ম্যান’-এর মতো মরুভূমির রেভ পার্টি, প্রাপ্তবয়স্ক বিনোদন ও জুয়ার প্রতি আগ্রহ। তারা এসবের অপব্যবহার করে তাকে ঘিরে ব্ল্যাকমেইলযোগ্য পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল,’ বলেন বুমা।
থিয়েলকেও টার্গেট, পুতিনের সরাসরি যোগাযোগের প্রস্তাব
শুধু মাস্কই নয়, রাশিয়ার নজরে ছিলেন সিলিকন ভ্যালির প্রভাবশালী বিলিয়নিয়ার পিটার থিয়েলও। বুমা দাবি করেন, GRU-এর এজেন্টরা দুইজনের কাছেই পুতিনের সরাসরি যোগাযোগের প্রস্তাব নিয়ে যান।
‘আমার জানা মতে, মাস্ক ও পুতিনের মধ্যে কয়েকবার সরাসরি কথোপকথন হয়েছে,’ বলেন বুমা।
এর সত্যতা মেলে ওয়াল স্ট্রিট জার্নাল-এর ২০২৪ সালের একটি প্রতিবেদনে, যেখানে দাবি করা হয়, মাস্ক ২০২২ সাল থেকেই পুতিনের সঙ্গে গোপনে যোগাযোগ রেখে চলেছেন।
‘জাতীয় নিরাপত্তা ফাঁস’-এর অভিযোগে গ্রেপ্তার বুমা
ZDF-এর প্রামাণ্যচিত্রে এসব তথ্য ফাঁস করার পর মার্চ মাসে জনাথন বুমাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ‘গোপন নথি ফাঁস’ এর অভিযোগ আনা হয়েছে এবং তিনি বর্তমানে ১ লাখ ডলারের জামিনে মুক্ত।
জাতীয় নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই তথ্যগুলো শুধু ব্যক্তি ইলন মাস্ক বা থিয়েলকে ঘিরেই উদ্বেগের বিষয় নয়—বরং এটা মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী প্রযুক্তি ও সামরিক অবকাঠামোর ভেতরে বিদেশি হস্তক্ষেপের ভয়াবহ ইঙ্গিত বহন করে।
সূত্র: এনডিটিভি
রাকিব