ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ফ্যাক্টচেক

১৯৭১ ও ২০১৩ প্রসঙ্গে শিবির সভাপতির বক্তব্য দাবিতে প্রচারিত ফটোকার্ড নিয়ে যা জানা গেলো

প্রকাশিত: ০৮:৪৭, ১৯ মে ২০২৫; আপডেট: ০৮:৪৮, ১৯ মে ২০২৫

১৯৭১ ও ২০১৩ প্রসঙ্গে শিবির সভাপতির বক্তব্য দাবিতে প্রচারিত ফটোকার্ড নিয়ে যা জানা গেলো

ছবি: সংগৃহীত

সম্প্রতি ‘১৯৭১ এর প্রতিশোধ নিতে সক্ষম হয়েছি আমরা এখন ২০১৩ এর প্রতিশোধ এর পালা: শিবির সভাপতি’ শিরোনামে সমকাল পত্রিকার লোগো ও নকশা ব্যবহার করে একটি ভুয়া ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নজরে আসার পর ফ্যাকচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে উঠে এসেছে, এটি একটি সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর প্রচারণা।

রিউমর স্ক্যানারের তথ্যমতে, সমকাল পত্রিকার পক্ষ থেকে এমন কোনো খবর কিংবা ফটোকার্ড প্রকাশ করা হয়নি। ছড়ানো ফটোকার্ডে ১৬ মে ২০২৫ তারিখ উল্লেখ থাকলেও, সমকালের ভেরিফায়েড ফেসবুক পেজ, অফিসিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল পর্যালোচনা করে এমন কোনো তথ্যের অস্তিত্ব পাওয়া যায়নি।

এছাড়া, ফটোকার্ডটিতে ব্যবহৃত ফন্ট ও বিন্যাস বিশ্লেষণ করে দেখা যায়, এটি সমকালের মূল ডিজাইন থেকে ভিন্ন। অর্থাৎ, কারিগরি কৌশলের মাধ্যমে কৃত্রিমভাবে সমকালের আদলে এটি তৈরি করা হয়েছে।

এদিকে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্তমান সভাপতি জাহিদুল ইসলাম এ ধরনের কোনো বক্তব্য দিয়েছেন কি না, তা যাচাইয়ে বিভিন্ন নির্ভরযোগ্য উৎস এবং গণমাধ্যম পর্যালোচনা করেও সংশ্লিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

রিউমর স্ক্যানার নিশ্চিত করেছে যে, ‘১৯৭১ এর প্রতিশোধ নিতে সক্ষম হয়েছি আমরা এখন ২০১৩ এর প্রতিশোধ এর পালা: শিবির সভাপতি’—এমন শিরোনামে সমকালের নামে প্রচারিত ফটোকার্ডটি নিছকই গুজব এবং বিভ্রান্তিমূলক।

 

সূত্র: রিউমর স্ক্যানার

রাকিব

×