ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সন্দ্বীপে গুপ্তছড়া ফেরিঘাটে উচ্ছেদ অভিযান

ইলিয়াছ সুমন, কন্ট্রিবিউটিং রিপোর্টার, সন্দ্বীপ

প্রকাশিত: ১২:৫৪, ১৯ মে ২০২৫

সন্দ্বীপে গুপ্তছড়া ফেরিঘাটে উচ্ছেদ অভিযান

ছবি: জনকন্ঠ

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া ফেরিঘাট এলাকায় গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সোমবার (১৯ মে) সকাল ১১টার দিকে অভিযান পরিচালনা করা হয়।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, ফেরিঘাট চালু হওয়ার পর থেকেই সংলগ্ন এলাকায় অপরিকল্পিতভাবে একাধিক ছোট দোকান স্থাপনা গড়ে উঠতে থাকে। এতে যাত্রীদের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছিল এবং পরিবেশেরও মারাত্মক অবনতি ঘটছিল।

বিআইডব্লিউটিএ বন্দর পরিবহন বিভাগের উপপরিচালক মোঃ কামরুজ্জামান বলেন, “প্রায় ২০ দিন আগে আমরা দোকান মালিকদের নোটিশ দিয়ে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলেছিলাম। কিন্তু তারা সেটিকে উপেক্ষা করে বরং নতুন করে আরও দোকান নির্মাণ শুরু করে। কারণে আমরা গতকাল চূড়ান্ত নোটিশ জারি করি এবং আজ উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করি।

অভিযানে একাধিক অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। বিআইডব্লিউটিএ জানিয়েছে, যাত্রীসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং ফেরিঘাট এলাকার শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মুমু

×