
ছবি: ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম
বিশিষ্ট সাংবাদিক, গবেষক ও সমাজসেবক এ কে এম রেজাউল করিম বলেন, দেশের রাজনীতি ও সমাজব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে দায়িত্বশীল নেতৃত্বের প্রয়োজন। সেই লক্ষ্যেই তিনি নিজেকে প্রার্থী হিসেবে দেখতে চান। দীর্ঘ সাংবাদিকতা ও গবেষণামূলক কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, "এই রাষ্ট্রে এখনও কোটি কোটি মানুষের অধিকার, আশা ও স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে। আমি সেই অবহেলিত, বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হতে চাই।"
জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শে বিশ্বাসী এই প্রার্থী মনে করেন, নেতৃত্ব মানেই জনসেবা, এবং সেটিই তার মূল ব্রত। তিনি বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, বরং এটি দায়িত্ব ও সেবার ক্ষেত্র।” পিরোজপুর-২ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেদের প্রস্তুতির কথাও জানিয়েছেন এই সাংবাদিক।
ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম শুধুমাত্র একজন রাজনীতিক নন, তিনি একজন সাংবাদিক, সমাজসেবক, মানবাধিকার কর্মী ও রাজনৈতিক বিশ্লেষক। বর্তমানে তিনি দৈনিক যায়যায়দিন-এর বিশেষ সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র (BNRC)-এর চেয়ারম্যান হিসেবে রাজনৈতিক গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন।
তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান ‘সাতুরিয়া ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’ কারিগরি শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে। একইসঙ্গে তিনি শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনস্টিটিউট, জীবনানন্দ দাশ গবেষণা কেন্দ্র এবং ডেমোক্রেসি রিসার্চ সেন্টার (ডিআরসি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
রেজাউল করিম যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয় থেকে GDL, LLB এবং LLM সম্পন্ন করেন। তিনি লন্ডনের ক্যাডোগান চেম্বারসে প্র্যাকটিস ম্যানেজার এবং লন্ডন কলেজ অব ল, বিজনেস অ্যান্ড টেকনোলজির (LCLBT) পরিচালক হিসেবে কাজ করেছেন।
তিনি মোসলেম আলী খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ কে এম আব্দুল করিম (রহ.) ট্রাস্টের মাধ্যমে সমাজসেবা চালিয়ে যাচ্ছেন। সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট-এর মাধ্যমে তিনি মানবাধিকার নিয়ে কাজ করছেন।
এ কে এম রেজাউল করিম পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। নিজ এলাকার যুবসমাজকে নেতৃত্বে আনতে চান জানিয়ে তিনি বলেন, “কারিগরি শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সচেতনতায় কাজ করে আমি তাদের এগিয়ে নিতে চাই।” সবশেষে তিনি বলেন, জনগণের আস্থার উপর ভর করে, এলাকার উন্নয়ন এবং দেশের কল্যাণে কাজ করার জন্য তিনি নির্বাচনে অংশ নিতে চান।
ফারুক