
ছবি: জনকণ্ঠ
আসন্ন ঈদুল আজহার প্রস্তুতিকে কেন্দ্র করে ফেনী জেলায় কোরবানির পশুর চাহিদার চেয়ে সরবরাহ বেশি রয়েছে। জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্যমতে, চাহিদা অনুযায়ী গবাদি পশুর উৎপাদন এবারও আশানুরূপ হয়েছে।
জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরে জেলার কোরবানির পশুর চাহিদা ৮২ হাজার ৩৩৬টি। এর বিপরীতে বাণিজ্যিক ও পারিবারিক পর্যায়ে লালন-পালন করা হয়েছে ৮৭ হাজার ২২৭টি গবাদি পশু।
সরবরাহে থাকা পশুগুলোর মধ্যে রয়েছে: গরু: ৬৯ হাজার ৩৬০টি, মহিষ: ১ হাজার ৬৬৭টি, ছাগল: ১৩ হাজার ২৪৩টি, ভেড়া: ৩ হাজার ১৪৭টি। পশুর সংখ্যার বিচারে জেলার অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে বাইরের জেলাতেও সরবরাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। গত বছর, অর্থাৎ ২০২৪ সালে জেলায় কোরবানির পশুর চাহিদা ছিল ৮৭ হাজার ২০০টি, আর উৎপাদন হয়েছিল ৯০ হাজার ২৫০টি গবাদি পশু।
প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, স্থানীয় পর্যায়ে পশু উৎপাদন বৃদ্ধির ফলে বাইরের দেশ বা জেলার ওপর নির্ভরশীলতা কমেছে। পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য গঠিত ভেটেরিনারি টিমগুলো ঈদের আগে প্রতিটি হাটে ভেটেরিনারি সেবা নিশ্চিত করবে বলেও জানানো হয়েছে।
শহীদ