ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

দয়া করে জুলাই বিপ্লবের নেতাদের অবমাননা করবেন না!: আসিফ নজরুল

প্রকাশিত: ০১:২৯, ২০ মে ২০২৫; আপডেট: ০১:৫৫, ২০ মে ২০২৫

দয়া করে জুলাই বিপ্লবের নেতাদের অবমাননা করবেন না!: আসিফ নজরুল

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটি ছবি পোস্ট করে, জুলাই বিপ্লবের নেতাদের অবমাননা না করার অনুরোধ জানিয়েছেন।

সোমবার (১৯ মে) দিবাগত রাতে আপলোড করা ওই ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা আসিফ নজরুল লেখেন, ‘আপনি তাদের সঙ্গে একমত নাও হতে পারেন, তাদের সমালোচনা করতেও পারেন। কিন্তু দয়া করে জুলাই বিপ্লবের নেতাদের অবমাননা করবেন না!’

প্রসঙ্গত, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালনের পর গতকাল ‘নগরভবন ব্লকেড’ কর্মসূচির পালন করেছে আন্দোলনকারীরা।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেও স্লোগান দেন আন্দোলনকারীরা।

এছাড়া, কর্মসূচি চলাকালীন বিক্ষোভকারীরা স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ছবি দিয়ে কুশপুত্তলিকা বানিয়ে সেখানে জুতাপেটা করেন। একই সঙ্গে ওই কুশপুত্তলিকার গলায় জুতার মালা পরানো হয়।

 

সূত্র: https://www.facebook.com/share/1AvsvHnnSp/

রাকিব

আরো পড়ুন  

×