ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

আসিফ সৈকত

“নুসরাত ফারিয়ার গ্রেফতারের ঘটনা আরেকটু ডিপ, আপনারা সারফেসে ভাসছেন”

প্রকাশিত: ০১:০৫, ২০ মে ২০২৫

“নুসরাত ফারিয়ার গ্রেফতারের ঘটনা আরেকটু ডিপ, আপনারা সারফেসে ভাসছেন”

ছবিঃ সংগৃহীত

ডাক্তার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ সৈকত তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে সম্প্রতি অভিনেত্রী নুসরাত ফারিয়ার আটকের বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, “নুসরাত ফারিয়ার গ্রেফতারের ঘটনা আরেকটু ডিপ, আপনারা সারফেসে ভাসছেন।”

একজন সেখানে মন্তব্য করে রসিকতা করে লিখেছেন, “পলকের গার্লফ্রেন্ড বলে কথা।”
অন্যজন লিখেছেন, “প্রত্যেক মেয়ের মধ্যেই একজন করে হাসিনা আছে।”

গতকাল নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে আটক করা হয়। তারপর থেকে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং এ ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্নরকম মন্তব্যের ছড়াছড়ি দেখা যাচ্ছে।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/1JbC8DSsmx/

মারিয়া

আরো পড়ুন  

×