ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

চীনের চমক: পাঁচ দেশের জন্য ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ

প্রকাশিত: ১২:০৬, ১৯ মে ২০২৫

চীনের চমক: পাঁচ দেশের জন্য ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ

ছ‌বি: সংগৃহীত

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু ও উরুগুয়ের সাধারণ পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী ১ জুন থেকে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালু হচ্ছে। এই পাঁচটি দেশের নাগরিকেরা ব্যবসা, পর্যটন, পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও পরিদর্শনের জন্য বিনা ভিসায় চীন যেতে পারবেন। তবে তারা ৩০ দিনের বেশি দেশটিতে অবস্থান করতে পারবেন না।

চীনের এমন ঘোষণায় লাতিন আমেরিকার ওই পাঁচ দেশের পর্যটকদের মধ্যে চীন ভ্রমণে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ভিসামুক্ত নীতির এই পদক্ষেপকে দুই দেশের সংস্কৃতি ও পর্যটন বৃদ্ধির সুযোগ হিসেবে দেখছেন পেরুর বাসিন্দারা।

ব্যবসায়ীদের মতে, এই উদ্যোগ বাণিজ্য, শিক্ষা ও বিনিয়োগের পাশাপাশি চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি বড় মাইলফলক, যা ব্যবসায়িক ভ্রমণকেও করবে সহজতর। এর মাধ্যমে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারেরও আশা তাদের।

লাতিন অঞ্চলের শীর্ষ পাঁচটি বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে রয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা ও চিলি। গেল বছর প্রতিবেশী জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ইউরোপের বেশিরভাগ দেশের জন্য ভিসামুক্ত ভ্রমণ সেবা চালু করেছে চীন।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=E6DpUgz2Bzo

এএইচএ

×