ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

কোনো কালেই কথা বলতে পারবা না মনু

প্রকাশিত: ১৫:৩১, ১৯ মে ২০২৫

কোনো কালেই কথা বলতে পারবা না মনু

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অভিনেত্রী পরীমণি তার ফেসবুক পেজে বরিশালের আঞ্চলিক ভাষায় একটি রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন, যা নিয়ে অনুরাগীদের মধ্যে নানা গুঞ্জন চলছে। তিনি লিখেছেন, “কথা হচ্ছে, কোনো কালেই কথা বলতে পারবা না মনু। ঘুমাও ঘুমাও। ঘুমই উত্তম।”

এই পোস্টের উদ্দেশ্য সম্পর্কে পরীমণি স্পষ্ট কিছু বলেননি, তবে অনেকেই ধারণা করছেন, এটি তার সহ-অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেফতার ইস্যুতে ইঙ্গিত হতে পারে। গত শুক্রবার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পরীমণি তার ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে কথা বলেন। তিনি জানান, “আমি আসলে এনজয় করা ছেড়ে দিয়েছি। কাজ এবং দুই বাচ্চাকে নিয়ে থাকতে চাই। আমি আসলে আর কষ্ট নিতে চাই না। এত কষ্ট নেওয়ার আর জায়গা নেই। এখন একটা জিনিস খুব শিখেছি, অ্যাভয়েড করা। জাস্ট অ্যাভয়েড করো এবং সুখে থাকো।”

এসইউ

×