
সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ বিষয়ক সভায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক।
শেরপুরে জেলা পর্যায়ে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে সোমবার সকালে শহরের চাপাতলীস্থ সদর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। এ ঐতিহ্যকে ধরে রাখতে ধর্মীয় মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। আর সন্ত্রাসসহ কিছু সমস্যা সমাজকে কলুষিত করার পাশাপাশি উন্নয়নকে বাধাগ্রস্ত করে। এজন্য তিনি ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করে ওইসব সমস্যা সমাধানে ইমাম-মুয়াজ্জিনসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এসএম মোহাই মোনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার আবু আব্দুল্লাহ, মাইসাহেবা মসজিদের সাবেক খতিব মাওলানা মুতাসিম বিল্লাহ প্রমুখ। সভায় সদর উপজেলার বিভিন্ন মসজিদের ১৪০ জন ইমাম অংশগ্রহণ করেন।
নোভা