ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

কালবৈশাখী ঝড়ে গাছচাপায় নিহতের পরিবারের পাশে দাঁড়ালেন জামায়াত নেতা

নিজস্ব সংবাদদাতা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা

প্রকাশিত: ২১:৪৬, ১৯ মে ২০২৫

কালবৈশাখী ঝড়ে গাছচাপায় নিহতের পরিবারের পাশে দাঁড়ালেন জামায়াত নেতা

ছ‌বি: জনকণ্ঠ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কালবৈশাখী ঝড়ের সময় গাছচাপায় নিহত চা দোকানি শাপলা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জামায়াতের সাবেক জেলা আমির ও গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার।

গত রবিবার সন্ধ্যায় উপজেলা জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে নিয়ে তিনি নিহতের বাড়িতে গিয়ে স্বজনদের সমবেদনা জানান। এ সময় তিনি তাদের কিছু আর্থিক অনুদানও প্রদান করেন।

এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি মাওলানা মশিউর রহমানসহ স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী শাপলা বেগমের স্বজনদের হাতে প্রাথমিক সহায়তা হিসেবে নগদ পাঁচ হাজার টাকা প্রদান করেন।

উল্লেখ্য, গত শনিবার রাত পৌনে দশটার দিকে হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পীরপল বাজারের কয়েকটি দোকানঘরের ওপর একটি বটগাছের বড় ডাল ভেঙে পড়ে। এ সময় বাজারের চা দোকানি শাপলা বেগম (৩৮) চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

তার স্বামী পাশের চকমাকড়া গ্রামের খোকা মিয়া কেনাকাটা করতে অন্য দোকানে গিয়ে আটকা পড়ায় প্রাণে বেঁচে যান।

এম.কে.

×