ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ফুলবাড়ীতে বিষপানে স্কুল নৈশপ্রহরীর আত্মহত্যা

মিজানুর,নাগেশ্বরী, কুড়িগ্রাম

প্রকাশিত: ০০:২৫, ২০ মে ২০২৫

ফুলবাড়ীতে বিষপানে স্কুল নৈশপ্রহরীর আত্মহত্যা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঋণের দায়ে বাদশা মিয়া (৪২) নামের এক স্কুলকর্মচারী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার কুটিচন্দ্রখানা চোত্তাবাড়ী এলাকার বাসিন্দা এবং উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, বাদশা মিয়া বিভিন্ন ব্যাংক ও স্থানীয় লোকজনের কাছ থেকে ১৮ থেকে ২০ লাখ টাকা ঋণ নেন। এই ঋণের চাপ সামলাতে না পেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে পরিবারেও অশান্তি শুরু হয়। একপর্যায়ে রোববার রাত সাড়ে ১০টার দিকে তিনি ইঁদুর মারার বিষপান করেন। পরিবারের সদস্যরা তাকে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম হীরু বিষয়টি নিশ্চিত করেছেন। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জনকন্ঠ'কে বলেন, মৃত্যুর ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

রাজু

×