
ছবি: জনকণ্ঠ
ভোলার সদর উপজেলার ধনিয়া তুলাতলী এলাকায় প্রান্তিক ও অসহায় কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন ভোলা জেলা কৃষকদলের নেতারা। সোমবার (১৯ মে) সকালে ইউনিয়ন কৃষকদলের আয়োজনে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। তিনি বলেন, “মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে প্রকৃত কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। বিএনপি সরকার গঠন করলে কৃষকের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, বশির হাওলাদারসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নেতারা জানান, কৃষকদল সব সময় কৃষকের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই ধান কাটা কর্মসূচি এরই একটি উদাহরণ।
শহীদ