ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

২০০ বছরের পুরানো রহস্য উন্মোচনে শিশু লুকাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮:০৬, ২০ মে ২০২৫; আপডেট: ১০:০০, ২০ মে ২০২৫

২০০ বছরের পুরানো রহস্য উন্মোচনে শিশু লুকাস

ছবি: সংগৃহীত

আট বছরের এক শিশুর খেলা যেন ইতিহাসে নতুন এক পাতা খুলে দিল। কানাডার ওন্টারিওতে পারিবারিক ভ্রমণের সময় একটি ধাতব সন্ধানী যন্ত্র দিয়ে খুঁজতে গিয়ে লুকাস অ্যাটচিসন নামের এক শিশু আবিষ্কার করেছে প্রায় ২০০ বছর আগের জাহাজের ধ্বংসাবশেষ।

লুকাসের পরিবার জানায়, জন্মদিনে উপহার পাওয়া ধাতব সন্ধানী নিয়ে সে ওন্টারিওর পয়েন্ট ফার্মস প্রাদেশিক উদ্যানে ঘুরছিল। তখনই যন্ত্রটি শব্দ করে জানায় ধাতব কিছু রয়েছে মাটির নিচে। পরে সেখানে খুঁড়তে গিয়ে পাওয়া যায় একটি স্টিলের স্পাইক (লোহার পেরেক), যা ছিল কাঠের সঙ্গে আটকানো। সেই কাঠের গায়ে আরও কিছু স্পাইকও ছিল।

শিশু লুকাস বলেন, “সমুদ্রে ধারের বালিতে ধাতব সন্ধানী নিয়ে নেমেছিলাম। যন্ত্রটা চালু করতেই ডিং শব্দ করল। খুঁড়ে দেখি, ওটা জাহাজের পেরেক!” সে আরও বলে, “বাবা তখন বললেন, লুকাস এটা তো জাহাজের ধ্বংসাবশেষ! আমি ভাবতেই পারিনি এমন কিছু পাবো!”

এই সন্ধান পেয়ে লুকাসের পরিবার বিষয়টি জানায় প্রাদেশিক পার্ক কর্তৃপক্ষকে। পরে যোগাযোগ করা হয় কানাডার নৌ-ঐতিহাসিক তথ্য সংরক্ষণে নিয়োজিত সংস্থা ওন্টারিও মেরিন হেরিটেজ কমিটিতে (OMHC)।

সকল অনুমোদন পাওয়ার পর এ মাসের শুরুতে ধ্বংসাবশেষ উদ্ধারের কাজ শুরু হয়। OMHC-র খননকারীরা আরও কাঠামোর অংশ খুঁজে পান যা দেখে ধারণা করা হয়, এটি ছিল একটি স্কুনার (schooner) ধরনের জাহাজ। স্কারলেট জানুসাস নামের এক মেরিন প্রত্নতত্ত্ববিদ জানান, “জাহাজের কাঠামোতে আমরা ডাবল ফ্রেম পেয়েছি, এই ধরণের ফ্রেম সাধারণত শক্তভাবে নির্মিত স্কুনারে থাকে। স্কুনার বলতে মূলত দুই মাস্তুল বিশিষ্ট কাঠের পালতোলা নৌযানকে বোঝায়।”

যদিও এখনো সম্পূর্ণ ধ্বংসাবশেষ উদ্ধার হয়নি, তবে বিজ্ঞানীরা অনুমান করছেন এটি ১৮৫৬ সালে ডুবে যাওয়া St. Anthony নামের জাহাজ হতে পারে।

মেরিন ইতিহাসবিদ প্যাট্রিক ফোল্কস বলেন, “St. Anthony নামের জাহাজটি গডারিচ থেকে চার মাইল উত্তরে তীরে ভেঙে গিয়েছিল। এই অবস্থান সেই বর্ণনার সঙ্গে মিলে যায়। তবে এটি জাহাজের একটি ছোট্ট অংশ মাত্র।”

সূত্র: https://www.ndtv.com/feature/8-year-olds-metal-detector-unearths-200-year-old-shipwreck-in-ontario-8430226

মুমু

×