ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

বিশ্বজুড়ে ৫টি বিখ্যাত জাদুঘর

প্রকাশিত: ০৯:২২, ২০ মে ২০২৫

বিশ্বজুড়ে ৫টি বিখ্যাত জাদুঘর

ছবি : সংগৃহীত

জাদুঘর সাংস্কৃতিক বিনিময়, সংস্কৃতির সমৃদ্ধি এবং জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা এবং শান্তির বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। 

১. লুভর জাদুঘর, প্যারিস

বিশ্বের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় জাদুঘর লুভর, যা প্রাচীন রাজপ্রাসাদে অবস্থিত। এখানে ৩৮,০০০-এরও বেশি শিল্পকর্ম রয়েছে, যার মধ্যে রয়েছে প্রাচীন মিশরীয় নিদর্শন, মধ্যযুগীয় ইউরোপীয় শিল্পকলা এবং নেপোলিয়নিক ফ্রান্সের শিল্প। এর বিখ্যাত কাঁচের পিরামিড প্রবেশদ্বারটি সমসাময়িক শিল্পের প্রতীক।

২. ব্রিটিশ মিউজিয়াম, লন্ডন

লন্ডনের ঐতিহাসিক এলাকায় অবস্থিত ব্রিটিশ মিউজিয়াম, যেখানে বিশ্বজুড়ে থেকে সংগৃহীত শিল্পকর্ম ও নিদর্শন রয়েছে। এর গ্রেট কোর্ট ইউরোপের বৃহত্তম ইনডোর স্কয়ার। রোজেটা স্টোন ও ইস্টার আইল্যান্ডের মূর্তির মতো বিশ্বখ্যাত প্রদর্শনী এখানে রয়েছে।

৩. গুগেনহেইম মিউজিয়াম, নিউ ইয়র্ক

প্রখ্যাত স্থপতি ফ্র্যাঙ্ক লয়েড রাইটের নকশায় তৈরি এই জাদুঘরটি তার সর্পিল নকশা ও আধুনিক শিল্পকর্মের জন্য বিখ্যাত। দর্শনার্থীরা এখানে ইমপ্রেশনিস্ট, পোস্ট-ইমপ্রেশনিস্ট ও সমসাময়িক শিল্পকর্মের সংগ্রহ উপভোগ করতে পারেন।

৪. রেইকসমিউজিয়াম, আমস্টারডাম

ডাচ গোল্ডেন এজ-এর বিশাল সংগ্রহশালা রেইকসমিউজিয়ামে ৮,০০০-এরও বেশি শিল্পকর্ম ও ঐতিহাসিক নিদর্শন রয়েছে। এখানে রেমব্রান্ট, ভারমিয়ার ও ফ্রান্স হালস-এর মতো মহান শিল্পীদের কাজ দেখা যায়।

৫. পারগামন মিউজিয়াম, বার্লিন

বার্লিনের মিউজিয়াম আইল্যান্ডে অবস্থিত পারগামন মিউজিয়াম জার্মানির অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এখানে প্রাচীন পারগামন বেদি, ব্যাবিলনের ইশতার গেট ও মিলেটাসের মার্কেট গেট-এর মতো প্রাচীন স্থাপত্যের নিদর্শন রয়েছে।

সা/ই

×