
ছবি: সংগৃহীত
বেলজিয়ামের ভবিষ্যৎ রানি প্রিন্সেস এলিজাবেথ বর্তমানে রয়েছেন আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি হার্ভার্ড কেনেডি স্কুলে তিনি পাবলিক পলিসিতে দুই বছরের মাস্টার্স প্রোগ্রামে পড়ছেন।
২০২4 সালের সেপ্টেম্বর থেকে এই কোর্সে যোগ দেন ২৩ বছর বয়সী এলিজাবেথ। যদিও যুক্তরাষ্ট্রে তিনি এখনো তেমন পরিচিত নন, তবে বেলজিয়ামে তিনি ইতিহাস গড়ার পথে—কারণ তিনিই হতে চলেছেন দেশের প্রথম রানি শাসক ।
বেলজিয়ান রয়্যাল প্যালেস এলিজাবেথের হার্ভার্ডে অধ্যয়ন শুরু উপলক্ষে সামাজিক মাধ্যমে তাঁর কিছু ছবি প্রকাশ করে। সেখানে তাঁকে দেখা গেছে সাধারণ পোশাকে—যা তাঁর রাজকীয় পরিচয়ের সঙ্গে এক ভিন্ন মাত্রা যোগ করেছে।
চপ্রিন্সেস এলিজাবেথ ২০২৪ সালের জুলাইয়ে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লিংকন কলেজ থেকে ইতিহাস ও রাজনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি ২০২০ সালে ইন্টারন্যাশনাল ব্যাকালোরিয়েট সম্পন্ন করেন। তারও আগে তিনি ব্রাসেলসের ডাচ-মাধ্যম সেন্ট-জান বার্কমান্স কলেজে পড়াশোনা করেন এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের ইয়েল ইয়াং গ্লোবাল স্কলার্স প্রোগ্রামেও অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে তিনি এক বছর কাটিয়েছেন বেলজিয়ামের রয়্যাল মিলিটারি অ্যাকাডেমিতে। এটি ভবিষ্যৎ রাজকীয় দায়িত্বের প্রস্তুতির অংশ হিসেবে ধরা হচ্ছে। এলিজাবেথ চারটি ভাষায় দক্ষ—ডাচ, ফরাসি, জার্মান ও ইংরেজি।
যদিও এখন বিদেশে পড়াশোনা করছেন, এলিজাবেথ প্রায়ই বেলজিয়ামে ফিরে যান এবং রাজপরিবারের সদস্য হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কখনও রাজা পিতার সঙ্গে, কখনও একা উপস্থিত থাকেন তিনি।
প্রিন্সেস এলিজাবেথ খেলাধুলা ভালোবাসেন—বিশেষ করে স্কিইং, রোইং এবং সেলিং। প্রকৃতির কাছে থাকতেও তিনি ভালোবাসেন, নিয়মিত হাঁটাহাঁটি করেন।
২০০১ সালে রাজা ফিলিপ ও রানি ম্যাথিল্ডের ঘরে জন্ম নেওয়া এলিজাবেথ চার ভাইবোনের মধ্যে বড়। রাজতান্ত্রিক উত্তরাধিকার আইন ১৯৯১ সালে সংশোধন না হলে তিনি নাও হতে পারতেন সিংহাসনের উত্তরাধিকারী—তাঁর ছোট ভাই গ্যাব্রিয়েল তখন হয়ে যেতেন রাজা।
মুমু