ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

দক্ষতা অর্জনে বিশ্বস্ত সহচর এআই

মো: আইয়ুব মন্ডল, কন্ট্রিবিউটিং রিপোর্টার

প্রকাশিত: ১১:০৯, ২০ মে ২০২৫

দক্ষতা অর্জনে বিশ্বস্ত সহচর এআই

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আজ আর কল্পবিজ্ঞান নয়, বরং বাস্তবতার শক্তিশালী অনুষঙ্গ। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা কিংবা শিল্প সবখানেই এর ব্যাপক ব্যবহার দৃশ্যমান। তবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো, ব্যক্তি পর্যায়ে দক্ষতা বৃদ্ধিতে এআই-এর সক্রিয় কার্যকর ভূমিকা।

এআই: একবিংশ শতাব্দীর শেখার সহযাত্রী

কিছু বছর আগেও যেখানে দক্ষতা অর্জনের একমাত্র উপায় ছিল দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ অভিজ্ঞতা, সেখানে এখন একজন সাধারণ ব্যবহারকারীও প্রযুক্তির সহায়তায় অল্প সময়ে নিজেকে দক্ষ করে তুলতে পারছেন। AI-ভিত্তিক টুল যেমন ChatGPT, Claude, Gemini, Microsoft Copilot, Notion AI, Perplexity, Grammarly, DALL·E, Midjourney ইত্যাদি ব্যবহার করে এখন যে কেউ নির্দিষ্ট বিষয়ে স্বতন্ত্রভাবে দক্ষতা অর্জন করতে পারছেন।

একজন লেখক চাইলে নিজের লেখার মান যাচাই করতে পারেন Grammarly বা Hemingway-এর মাধ্যমে, একজন শিক্ষক AI-এর সহায়তায় গঠনমূলক পাঠ পরিকল্পনা সাজাতে পারেন, আবার একজন ডিজাইনার Midjourney বা Adobe Firefly ব্যবহার করে নিজের কল্পনাকে রূপ দিতে পারেন দৃশ্যমান ডিজাইনে।

বিভিন্ন ক্ষেত্রের জন্য প্রাসঙ্গিক এআই টুল

. লেখালেখি কনটেন্ট নির্মাণ:

ChatGPT: যেকোনো বিষয়ে খসড়া লেখার সহায়ক

Jasper.ai: মার্কেটিং কনটেন্ট তৈরিতে কার্যকর

Copy.ai: বিজ্ঞাপন প্রচারণামূলক লেখায় উপযোগী

. ডিজাইন ভিজ্যুয়াল কনটেন্ট:

DALL·E / Midjourney: টেক্সট-টু-ইমেজ জেনারেশন টুল

Adobe Firefly: কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক সৃজনশীল ডিজাইন

Canva Magic Studio: সহজ ইন্টারফেসে সাধারণ ব্যবহারকারীদের জন্য এআই সুবিধা

. কোডিং প্রোগ্রামিং:

GitHub Copilot: কোড সাজেশন বাগ ফিক্সিংয়ে কার্যকর

Replit AI: প্র্যাকটিক্যাল প্রোগ্রামিং শেখার প্ল্যাটফর্ম

Cursor: AI-পাওয়ার্ড কোড এডিটর

. ভাষা যোগাযোগ:

DeepL / Google Translate AI: উন্নত অনুবাদ সুবিধা

Duolingo AI: ভাষা শেখার জন্য গ্যামিফায়েড এআই সমাধান

. গবেষণা বিশ্লেষণ:

Perplexity.ai: সোর্স-সমৃদ্ধ দ্রুত অনুসন্ধানের জন্য উপযোগী

Notion AI: গবেষণা নোট নেওয়ার ক্ষেত্রে সহায়ক

ব্যক্তিগত শেখার নতুন দিগন্ত

এআই আমাদের শেখার ধরণকেই বদলে দিচ্ছে। আগে যেখানে শিক্ষার্থীদের নির্ভর করতে হতো ক্লাসরুম বা কোচিং সেন্টারের উপর, এখন নিজেরাই নিজেদের গাইড হতে পারছে। কোনো বিষয় বুঝতে না পারলে ChatGPT বা ভিডিও সামারি টুলের মাধ্যমে দ্রুত বোধগম্য করে নেওয়া সম্ভব হচ্ছে। একজন ব্যবহারকারী চাইলে নিজের শেখার গতি কৌশল নিজেই নির্ধারণ করতে পারছেন যাপার্সোনালাইজড লার্নিং’-এর এক বাস্তব দৃষ্টান্ত।

বিশেষজ্ঞদের মতে, আগামী দশ বছরে কর্মক্ষেত্রের প্রায় ৮০ শতাংশ কাজই কোনো না কোনোভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা প্রভাবিত হবে। সেক্ষেত্রে প্রযুক্তিকে ভয় নয়, বরং নিজের দক্ষতায় পরিণত করাই হবে সময়োপযোগী সিদ্ধান্ত।

সতর্কতা অবলম্বনের প্রয়োজন

যদিও এআই আমাদের শেখার পথ সহজ করেছে, তবু চোখ বন্ধ করে এর উপর নির্ভর করাও উচিত নয়। অনেক সময় এআই ভ্রান্ত বা বিভ্রান্তিকর তথ্য দিতে পারে। তাই যাচাই-বাছাই, বিশ্লেষণ এবং মানবিক বিবেচনা রেখেই এর ব্যবহার করা উচিত।

দক্ষতা উন্নয়নের জগতে কৃত্রিম বুদ্ধিমত্তা এক নীরব বিপ্লব নিয়ে এসেছে। এখন কেবল ইচ্ছা ইন্টারনেট সংযোগ থাকলেই একজন মানুষ ঘরে বসেই নিজেকে আন্তর্জাতিক মানের দক্ষতায় উন্নীত করতে পারেন। এই সুযোগ কাজে না লাগাতে পারলে পিছিয়ে পড়াই অনিবার্য। তাই সময় এসেছে প্রযুক্তিকে ভয় না করে, তাকে সঙ্গী করে গড়ে তোলার এক স্বনির্ভর দক্ষ ভবিষ্যৎ।

মুমু

×