
ছবি: সংগৃহীত।
রাজধানীর ভাটারা থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সোমবার (১৯ মে) আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে, যা সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তুলেছে।
ভাটারা থানার মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে একটি হত্যাচেষ্টার ঘটনায় ফারিয়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন। মামলায় তাকে আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবেও চিহ্নিত করা হয়েছে।
গ্রেপ্তারের পরেও সামাজিক যোগাযোগমাধ্যমে নুসরাত ফারিয়ার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তার পরিবারের সঙ্গে একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করা হয়। ছবির ক্যাপশনে লেখা হয়:
“আমার পরিবারের জন্য দোয়া করবেন।”
#ন্যায়েরজন্যফারিয়া
#ফারিয়া_মুক্তকরো
#ফারিয়া_প্রতিবাদ
(অ্যাডমিন পোস্ট)
এ পোস্ট ঘিরে তার ভক্ত ও অনুরাগীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বিষয়টিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেছেন।
নুসরাত