
ছবি: সংগৃহীত
দেশে কর্মসংস্থান পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সর্বশেষ ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) দেশের বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৬৩ শতাংশে। আগের অর্থবছরের একই সময়ে এই হার ছিল ৩ দশমিক ৯৫ শতাংশ।
এর আগের প্রান্তিক অর্থাৎ জুলাই-সেপ্টেম্বরে বেকারত্বের হার ছিল ৪ দশমিক ৪৯ শতাংশ। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশব্যাপী গণঅভ্যুত্থান এবং ঢাকার প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষের কারণে ওই সময়ে অর্থনৈতিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়, যার প্রভাব পড়ে কর্মসংস্থানে।
বিবিএস-এর তথ্য অনুযায়ী, দেশে বেকার মানুষের সংখ্যা ২০২৩ সালে যেখানে ছিল ২৫ লাখ ৫০ হাজার, ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২৭ লাখে।
২০২৪ সালে সামগ্রিকভাবে বেকারত্বের হার ৪ দশমিক ৪৮ শতাংশ, যা ২০২৩ সালে ছিল ৪ দশমিক ১৫ শতাংশ।
সর্বশেষ জরিপে আরও দেখা যায়, শ্রমশক্তিতে অংশগ্রহণের হারও হ্রাস পেয়েছে। ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে এই হার কমে হয়েছে ৪৮ দশমিক ৪১ শতাংশ, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ৫০ দশমিক ২৭ শতাংশ।
২০২৪ সালে গড় অংশগ্রহণের হার ছিল ৪৯ দশমিক ৪৯ শতাংশ, যা আগের বছরের ৫০ দশমিক ৯২ শতাংশের তুলনায় কম। এই হ্রাসের পেছনে প্রধান কারণ হিসেবে দেখা গেছে নারীদের অংশগ্রহণের পরিমাণ কমে যাওয়া।
বিবিএস-এর হিসাব মতে, ২০২৪ সালের শেষ প্রান্তিকে দেশের মোট শ্রমশক্তি ছিল ৫ কোটি ৮৯ লাখ ৩০ হাজার, যার মধ্যে কর্মসংস্থান হয়েছে ৫ কোটি ৬২ লাখ জনের। এই সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় কম।
আসিফ