ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

হাবিপ্রবিতে মোবাইল ড্রায়ার উদ্ভাবনে পিএইচডি পেলেন শাহরিয়ার!

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৩, ১৯ মে ২০২৫

হাবিপ্রবিতে মোবাইল ড্রায়ার উদ্ভাবনে পিএইচডি পেলেন শাহরিয়ার!

ছবি: জনকণ্ঠ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগ থেকে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন মো. শাহরিয়ার আলম।

তিনি বর্তমানে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক হিসেবে কর্মরত আছেন। ‘ডেভেলপমেন্ট অ্যান্ড পারফরম্যান্স ইভালুয়েশন অব এ মাল্টি-ক্রপ মোবাইল ড্রায়ার’ শিরোনামে পিএইচডি গবেষণা করেন তিনি।

২০১৮ সালে হাবিপ্রবির ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ও গবেষক ড. মো. সাজ্জাত হোসেন সরকার-এর অধীনে পিএইচডি গবেষণা শুরু করেন মো. শাহরিয়ার আলম। উক্ত গবেষণায় তাঁর কো-সুপারভাইজার হিসেবে ছিলেন ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন বিভাগের অধ্যাপক ড. মো. মারুফ আহমেদ।

গত ২৭ ফেব্রুয়ারি মো. শাহরিয়ার আলমের পিএইচডি ডিগ্রি অনুমোদন দেয় হাবিপ্রবির একাডেমিক কাউন্সিল। শনিবার (১৭ মে) তাঁর হাতে পিএইচডি সনদপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। এসময় উপস্থিত ছিলেন ড্রায়ারের উদ্ভাবক প্রফেসর ড. সাজ্জাত হোসেন সরকার এবং কো-সুপারভাইজার প্রফেসর ড. মো. মারুফ আহমেদ।

পিএইচডি ডিগ্রি অর্জনের পর মো. শাহরিয়ার আলম বলেন, “মহান আল্লাহ তা’আলার দরবারে অশেষ শুকরিয়া এবং হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্ল্যাহ, সুপারভাইজার ও কো-সুপারভাইজারসহ সংশ্লিষ্ট সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র ও অন্যান্য সকলের নিকট আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের কৃষকদের সমস্যা সমাধানের জন্য কাজ করার চেষ্টা করে গেছি। সামনে আরও কাজ করতে চাই।” ইতোমধ্যে মাল্টি-ক্রপ ড্রায়ারের উদ্ভাবনের মাধ্যমে দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলেছেন উক্ত গবেষণার সুপারভাইজার এবং ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সাজ্জাত হোসেন সরকার। সম্প্রতি তিনি মোবাইল গ্রেইন অ্যান্ড সিড ড্রায়ার উদ্ভাবন করেন। তাঁর এই উদ্ভাবনের ওপর ভিত্তি করেই মো. শাহরিয়ার আলম পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এ বিষয়ে ড. সাজ্জাত বলেন, “একটি ফলপ্রসূ, কার্যকর ও অনন্য গবেষণার মাধ্যমে তাঁর পিএইচডি ডিগ্রি অর্জিত হয়েছে। এর জন্য আমরা সবাই গর্বিত।”

ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ বলেন, “আমাদের বিভাগের অধীনে মো. শাহরিয়ার আলমের পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য তাঁকে অভিনন্দন জানাই এবং তাঁর সুপারভাইজার স্বনামধন্য গবেষক অধ্যাপক ড. সাজ্জাত হোসেন সরকার ও প্রফেসর মারুফ আহমেদকেও ধন্যবাদ জানাই। তাদের অক্লান্ত পরিশ্রমেই আমাদের বিভাগের অধীনে পিএইচডি ডিগ্রি প্রদান সম্ভব হয়েছে।”

এছাড়া অধ্যাপক ড. মো. সাজ্জাত হোসেন সরকার-এর নেতৃত্বে গবেষকদের উদ্ভাবিত ‘এইচএসটিইউ মাল্টি-ক্রপ ড্রায়ার’ এবং ‘এইচএসটিইউ মোবাইল গ্রেইন অ্যান্ড সিড ড্রায়ার’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক কর্তৃক যথাক্রমে অনুমোদিত হয়েছে ও হচ্ছে। ড্রায়িং স্পেশালিস্ট ড. সাজ্জাত আরও নতুন নতুন ড্রায়িং টেকনোলজি উদ্ভাবনে কাজ করে যাচ্ছেন। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।

কাওসার/শহীদ

×