ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

শিক্ষার মানোন্নয়নে কর্মশালা

শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ ও পাঠমুখী করতে হবে : ইউএনও ফারজানা রহমান

শাহ জালাল, সোনারগাঁও সংবাদদাতা, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৩৭, ১৯ মে ২০২৫

শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ ও পাঠমুখী করতে হবে : ইউএনও ফারজানা রহমান

ছবি: সংগৃহীত

শিক্ষার মানোন্নয়ন করতে হলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ ও পাঠমুখী করতে হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।

আজ দুপুরে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ ও পাঠমুখী করার কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এই তিন পক্ষ এক হয়ে কাজ করতে হবে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এক না হলে শুধু এক পক্ষ কাজ করলে এর সুফল পাওয়া যাবে না। বর্তমান ডিজিটাল যুগে শিক্ষার্থীদেরকে মোবাইলে ফোন থেকে দুরে রাখতে হবে। মোবাইল ফোনের কুফল সম্পর্কে জানাতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন এনসিটিবি এর বিশেষজ্ঞ মাহমুদুল আমীন,সহকারী কমিশনার ভূমি মঞ্জুর মোর্শেদ,সহকারী কমিশনার ভূমি ( কাচঁপুর সার্কেল) সেগুফতা মেহনাজ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আসিফ

×