১। আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?
ক) ইরাক খ) আলজেরিয়া
গ) সৌদি আরব ঘ) জর্ডান
উত্তর: ক) ইরাক
২। নিকারাগুয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম-
ক) ইউনিটা খ) সান্ডিনিষ্টা
গ) কন্ট্রা ঘ) সোয়াপো
উত্তর: গ) কন্ট্রা
৩। ওডারনীস নদী-
ক) পূর্ব জার্মানি ও পোলান্ডের মধ্যে সীমা নির্ধারক
খ) পশ্চিম জার্মানি ও চেক প্রজাতন্ত্রের মধ্যে সীমা নির্ধারক
গ) পশ্চিম জার্মানি ও পোলান্ডের মধ্যে সীমা নির্ধারক
ঘ) সংযুক্ত জার্মান ও ফ্রান্সের মধ্যে সীমা নির্ধারক
উত্তর: ক) পূর্ব জার্মানি ও পোলান্ডের মধ্যে সীমা নির্ধারক
৪। জাপান পার্ল হারবার আক্রমণ করে-
ক) ৭ ডিসেম্বর, ১৯৪১ খ) ২৩ জুন, ১৪৪২
গ) ৩ নবেম্বর, ১৯৪২ ঘ) ২৬ জুলাই, ১৯৪৩
উত্তর: ক) ৭ ডিসেম্বর, ১৯৪১
৫। কোন দেশ প্রথম ওপেক (OPEC) সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিলো?
ক) কুয়েত খ) নাইজেরিয়া
গ) সৌদি আরব ঘ) ভেনিজুয়েলা
উত্তর: ঘ) ভেনিজুয়েলা
৬। কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম?
ক) UNV খ) DTCD
গ) UNFPA ঘ) UNDP
উত্তর: ঘ) UNDP
৭। আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?
ক) মিয়ানমার খ) জর্ডান
গ) ইরাক ঘ) ইসরাইল
উত্তর: খ) জর্ডান
৮। ‘League of Arab States’’-এর বর্তমান সদর দপ্তর কোথায়?
ক) তিউনিসিয়া খ) কায়রো
গ) রাবাত ঘ) জেদ্দা
উত্তর: খ) কায়রো
৯। যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে ‘টহরঃরহম ভড়ৎ ঢ়বধপব ৎবংড়ষঁঃরড়হ’ গৃহিত হয়েছিল-
ক) সুয়েজ যুদ্ধ খ) কোরীয় যুদ্ধ
গ) পাক-ভারত যুদ্ধ ঘ) ফকল্যান্ড যুদ্ধ
উত্তর: খ) কোরীয় যুদ্ধ
১০। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?
ক) হরমুজ খ) জিব্রাল্টার
গ) বসফরাস ঘ) দার্দানেলিশ
উত্তর: খ) জিব্রাল্টার
১১। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
ক) উ থান্ট খ) দ্যাগ হ্যামার শ্লোল্ড
গ) ট্রিগভেলি ঘ) কূট ওয়াল্ডহেইম
উত্তর: গ) ট্রিগভেলি
১২। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত?
ক) ইরান খ) ইরাক
গ) মিশর ঘ) সিরিয়া
উত্তর: খ) ইরাক
১৩। ‘হারারে’ এর পুরাতন নাম-
ক) সলসবেরি খ) ফরনোজা
গ) পেট্রোগ্রাড ঘ) রোডেসিয়া
উত্তর: ক) সলসবেরি
১৪। শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম-
ক) দামেস্ক চুক্তি খ) আলজিয়ার্স চুক্তি
গ) কায়রো চুক্তি ঘ) বৈরুত চুক্তি
উত্তর: খ) আলজিয়ার্স চুক্তি