ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ডাড প্রাইম ফেলোশিপ ২০২৫: জার্মানিতে ভিসা জটিলতা ছাড়াই গবেষণার সুযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:৫০, ১৯ মে ২০২৫; আপডেট: ০৯:৫৩, ১৯ মে ২০২৫

ডাড প্রাইম ফেলোশিপ ২০২৫: জার্মানিতে ভিসা জটিলতা ছাড়াই গবেষণার সুযোগ

ছবিঃ সংগৃহীত

জার্মান অ্যাকাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (DAAD) সম্প্রতি 'ডাড প্রাইম ফেলোশিপ ২০২৫'-এর জন্য আবেদন আহ্বান জানিয়েছে। এই মর্যাদাপূর্ণ ফেলোশিপ প্রোগ্রামটি পোস্টডক্টোরাল গবেষকদের জন্য একটি চমৎকার সুযোগ, যার মাধ্যমে তারা আন্তর্জাতিক গবেষণায় অংশগ্রহণ করে তাদের একাডেমিক ক্যারিয়ারকে এগিয়ে নিতে পারবেন।

জার্মান ফেডারেল শিক্ষা ও গবেষণা মন্ত্রণালয় (BMBF)-এর অর্থায়নে পরিচালিত এই প্রোগ্রামটি বিভিন্ন বৈজ্ঞানিক ক্ষেত্রে গবেষণার জন্য উন্মুক্ত, যেখানে গবেষকরা 'জার্মানি ও বিদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে' কাজ করার সুযোগ পাবেন।

ফেলোশিপের মূল বৈশিষ্ট্য:

পদবী: পোস্টডক্টোরাল গবেষক
অবস্থান: জার্মানি, প্রাথমিক গবেষণা পর্যায় বিদেশে
মেয়াদ: ১৮ মাস (প্রথম ১২ মাস বিদেশে, শেষ ৬ মাস জার্মানিতে পুনঃসংযোজন)
বেতন ও সুযোগ-সুবিধা: জার্মানির TV-L EG 13 স্কেলের অধীনে বেতন, বিদেশে গবেষণার সময় মাসিক ভাতা এবং পরিবারের সদস্যদের জন্য অতিরিক্ত ভ্রমণ ভাতা

যোগ্যতা:

১। আবেদনকারীর অবশ্যই ডক্টরেট ডিগ্রি সম্পন্ন থাকতে হবে এবং তা ফেলোশিপ শুরুর পূর্বে অর্জিত হতে হবে
২। সব দেশ ও বিষয়ভিত্তিক গবেষকরা আবেদন করতে পারবেন, তবে নির্দিষ্ট গন্তব্য দেশে বসবাস ও কাজের সীমাবদ্ধতা রয়েছে
৩। আবেদনকারী বিগত 'তিন বছরে ১২ মাসের বেশি' সময় প্রস্তাবিত বিদেশি গবেষণা দেশে বসবাস বা কাজ করেননি এমন হতে হবে
৪। জার্মানি ও বিদেশে উভয় 'গবেষণা প্রতিষ্ঠানের সম্মতি ও আমন্ত্রণপত্র' আবশ্যক

প্রয়োজনীয় আবেদনপত্রসমূহ:

১। জীবনবৃত্তান্ত ও পূর্ণাঙ্গ আবেদন ফর্ম
২। ফেলোশিপ কিভাবে ক্যারিয়ার উন্নয়নে সাহায্য করবে, সে বিষয়ে পরিকল্পনা
৩। গবেষণা প্রস্তাবনা (জার্মান ও বিদেশি প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত)
৪। গবেষণা কাজের সময়সূচি
৫। আমন্ত্রণপত্র (উভয় প্রতিষ্ঠানের)
৬। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রকাশনার তালিকা, গবেষণাপত্রের সংক্ষিপ্তসার
৭। ভাষা দক্ষতার সনদ (যদি প্রযোজ্য হয়)
৮। নৈতিকতা সংক্রান্ত চেকলিস্ট
৯। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের একটি গোপনীয় সুপারিশপত্র

এই প্রোগ্রামটি গবেষকদের **জার্মান একাডেমিক সিস্টেমে সফলভাবে ফিরে আসা ও বৈশ্বিক সহযোগিতা** বৃদ্ধির লক্ষ্যেই ডিজাইন করা হয়েছে। আগ্রহী গবেষকদের **ভালভাবে প্রস্তুতকৃত আবেদনপত্র** জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে, যাতে তাদের দক্ষতা ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিফলন ঘটে।

বিস্তারিত তথ্য ও আবেদনপত্রের নির্দেশনা DAAD-এর [সরকারি ওয়েবসাইটে](https://www.daad.de/en/) পাওয়া যাবে — “DAAD Prime Fellowship 2025” বিভাগে।

মুমু

×