
রাজকীয় সৌদি এয়ারলাইন্সের পরিচালনায় এবার বাংলাদেশ থেকে ৮০টি ফ্লাইটের মাধ্যমে পবিত্র হজ্ব পালনে মক্কা ও মদিনায় যাবে ৩০ হাজারেরও বেশি হজ্ব যাত্রী। সোমবার হজ্ব ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, উদ্বোধনী ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে। ফ্লাইট পরিচালনাকারী রাজকীয় সৌদি এয়ারলাইন্স এ বছর ৮০টি ফ্লাইটে ৩০ হাজার ৪৮৫ জন যাত্রী পবিত্র নগরী মক্কা এবং মদিনাতে নিয়ে যাবে।
সৌদি এয়ারলাইন্স এবং এর মনোনীত জিএসএ ইউনাইটেড লিংক লিমিটেডের আয়োজনে হজ ফ্লাইট ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং সচিব নাসরীন জাহান, সৌদি আরবের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আব্দুলাজিজ ফাহাদ এম আল ইব্রাহিম, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া, সৌদি এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার সামী এম আল গাদি, সৌদি এয়ারলাইন্সের জিএসএ ইউনাইটেড লিংকের এমডি আহমেদ ইউসুফ ওয়ালিদ প্রমুখ।
আফরোজা