
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব এস. এম. সাইফ মোস্তাফিজ বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে একটি ফ্যাসিস্ট সরকার দেশ শাসন করেছে। ফলে একটি সাজানো সংসারে নতুন করে কেউ কাজ করতে গেলে কিছুটা বেগ পেতেই হয়।
সময় টিভির এক টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, “বর্তমান সরকারে নতুন যেসব উপদেষ্টা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন, তাদের জন্য কাজ করা কিছুটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ সরকারের ভেতরেই নতুন দলের কিছু মানুষ দলীয় এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত রয়েছেন।”
তিনি বলেন, “যদি রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য স্টেকহোল্ডাররা সরকারকে সহযোগিতা করে, তাহলে পরিস্থিতি আরও উন্নতির দিকে যেতে পারে।”
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “গত রমজানে দ্রব্যমূল্যের দাম অনেকটাই নিয়ন্ত্রিত ছিল, যা আগের কোনো সরকার এই পরিস্থিতিতে করতে পারেনি।”
বর্তমান সরকার সম্পর্কে অতিরিক্ত প্রত্যাশার বিষয়ে সাইফ মোস্তাফিজ বলেন, “সবাই সরকারের কাছ থেকে যেন এক ম্যাজিশিয়ানের মতো আচরণ আশা করছে, যে এক নিমেষে সব ঠিক করে ফেলবে। এই প্রত্যাশাটা আমাদের কিছুটা কমাতে হবে এবং তাদের কাজের সুযোগ করে দিতে হবে।”
তিনি আরও বলেন, “যেভাবে প্রতিটি পদক্ষেপে সমালোচনা হচ্ছে, তাতে মনে হয় যেন আরেকটি ফ্যাসিস্ট সরকার চলছে। বিরোধী দলগুলোকে এই টোন পরিবর্তন করে সহযোগিতার পরিবেশ তৈরি করতে হবে। তাহলেই সামনে আরও ভালো কিছু আশা করা সম্ভব।”
সূত্র: https://www.youtube.com/watch?v=nU-R6Th2r6U
এএইচএ