
চট্টগ্রামের সাতকানিয়ার শঙ্খনদীর কাটগড় পয়েন্টে গোসল করতে নেমে মোঃ করিম (২১) এক কিশোর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মোঃ করিম কক্সবাজারের উখিয়া টেংখালি ক্যাম্প-১৩ এর বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে।
স্থানীয়ভাবে জানা যায়, নিখোঁজ মো. করিম মাস খানেক আগে পূর্ব কাটগড় এলাকার শাহেদ নামে একজনের পোলট্রি ফার্মে কাজ নেয়। সেই সুবাদে বিকেলে স্থানীয় কয়েকজনের বন্ধুদের সাথে শঙ্খনদীতে গোসল করতে নামে। সে নদীতে কিছুক্ষণ সাতরানোর পর হঠাৎ নদীর তলদেশে হারিয়ে যায়। এসময় তার সাথে থাকা বন্ধুরা অনেক খোজাখুজি করেও তার সন্ধান পায়নি।
পরে খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একদল ডুবুরি নিখোঁজ করিমের সন্ধান চালিয়ে যাচ্ছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনো তার সন্ধান পাওয়া যায়নি। এর আগে স্থানীয়রা দীর্ঘ সময় ধরে মাছ ধরার জাল দিয়ে চেষ্টা করলেও তাকে পায়নি।
নোভা